ধানজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ ২৬শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার কাশিয়ানী থানাধীন ধানজাইল আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম বর্ষীয়ান মুরববী মুন্সী কবীরুদ্দীন শেখ (৮৫)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ফরিদপুরের বোয়ালমারী থানাধীন গঙ্গানন্দপুর শাখা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হক।

বালিয়াডাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ২৭শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কাশিয়ানী থানাধীন বালিয়াডাঙ্গা নব নির্মিত মুহাম্মাদিয়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী বাদশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

দুর্গাপুর, বোয়ালমারী, ফরিদপুর ২৮শে অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর যেলার বোয়ালমারী থানাধীন দুর্গাপুর শিকদার বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ এশা চর শেখর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন গঙ্গানন্দপুর শাখা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হক, মুহাম্মাদ আযীযুর রহমান, মুহাম্মাদ বাদশাহ মিয়াঁ প্রমুখ।






সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
আঞ্চলিক প্রশিক্ষণ
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
আমীরে জামা‘আতের পাবনা সফর
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
কেন্দ্রীয় দাঈর সফর
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলোচনা সভা
যেলা সম্মেলন
আরও
আরও
.