শাসনগাছা, কুমিল্লা ২৯শে নভেম্বর শুক্রবার :
অদ্য বাদ জুম‘আ যেলা শহরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী শাসনগাছা
কমপ্লেক্স-এর তিন তলা ভবন নির্মাণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান
অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর
ইবাদত করার জন্য। ইবাদত হ’তে হবে স্রেফ আল্লাহর উদ্দেশ্যে তাঁর সন্তুষ্টি
লাভের জন্য। দুনিয়াবী সুনাম অর্জনের লক্ষ্যে কোন কাজ করলে তা আল্লাহর
দরবারে গৃহীত হবে না। কিয়ামতের দিন প্রথম বিচার হবে তিন ব্যক্তির। তারা হল
রিয়াকার বীর যোদ্ধা, দানশীল ও আলেম। যারা লোক দেখানোর জন্য দান করবেন,
তাদের দান কবুল হবে না। তিনি বলেন, এখানে কুরআন-হাদীছের মারকায প্রতিষ্ঠিত
হয়েছে। তাই এখান থেকে কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমলের দাওয়াত ছড়িয়ে দিতে
হবে।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সঊদী প্রবাসী মুহাম্মাদ আবুল হাশেম, কমপ্লেক্সের সেক্রেটারী অধ্যক্ষ শফীকুর রহমান সরকার, আদর্শ সদর উপযেলার চেয়ারম্যান এ্যাড. আমীনুল ইসলাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আহমাদ নিয়ায পাভেল প্রমুখ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, অধ্যাপক জালালুদ্দীন ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার প্রমুখ।
আল-‘আওন : সমাবেশে সংগঠনের স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ জনের ব্লাড গ্রুপিং হয় এবং ৩৯ জন ডোনর হন।
ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদরাসা পরিদর্শন : কুমিল্লা থেকে রাতে ঢাকা ফেরার পথে আমীরে জামা‘আত মুরাদনগর উপযেলার নবীপুর ইউনিয়নের অবস্থিত ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদরাসা পরিদর্শন করেন এবং ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে নছীহত মূলক বক্তব্য পেশ করেন। উক্ত মাদরাসাটি সঊদী আরবের আল-খাফজী শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তোফাযযল আলী কর্তৃক প্রতিষ্ঠিত এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর অধিভুক্ত।