ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় নির্দেশে দেশের ৬২টি সাংগঠনিক যেলা ও ৩৩টি উপযেলায় মোট ৯৫টি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত নিম্নরূপ।-

১১ই এপ্রিল শুক্রবার সাহেব বাজার, রাজশাহী : অদ্য বাদ জুম‘আ ফিলিস্তীনের গাযায় মুসলমানদের উপর ইস্রাঈলী গণহত্যার বিরুদ্ধে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার পক্ষ থেকে সাহেব বাজার বড় মসজিদ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে মণি চত্বর হয়ে আবার পূর্ব মুখী হয়ে আলুপট্টি গমন করে। সেখান থেকে আবার জিরো পয়েন্টে ফিরে আসে। অতঃপর সেখানে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

তিনি বলেন, ইস্রাঈল গত সাত দশক যাবৎ শান্তিপ্রিয় ফিলিস্তীনী জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্ত ঝরিয়েছে। তাই এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে প্রত্যেককে সাধ্যানুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি পরদিন ১২ই এপ্রিল শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাযা’ কর্মসূচীকে স্বাগত জানান এবং জনগণকে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান। তিনি বাংলাদেশ সরকারকে ফিলিস্তীনের পক্ষে সাহসী অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভারত সরকারকে ফিলিস্তীনের বিপক্ষে অবস্থান নেওয়া, ইস্রাঈলের পক্ষে সেখানে সৈন্য প্রেরণ এবং ওয়াক্বফ আইন সংস্কারের নামে মুসলিম অধিকার খর্ব করার তীব্র নিন্দা জানান। তিনি উক্ত সমাবেশে বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীস, রাজশাহী মহানগরী অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, জমঈয়তে শুববানে আহলেহাদীসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাস‘ঊদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, জমঈয়তে আহলেহাদীস রাজশাহী মহানগরীর উপদেষ্টা ড. আহমাদুল্লাহ ও প্রচার সম্পাদক মাওলানা আমীনুল ইসলাম প্রমুখ।

অন্যান্য রিপোর্ট সমূহ

৮ই এপ্রিল মঙ্গলবার : চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয শেখ সা‘দীর সভাপতিত্বে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ই এপ্রিল বুধবার : (১) কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জামীলুর রহমানের সভাপতিত্বে তিতাস থানার মোড়ে, (২) চাঁদপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে যেলা শহরের বঙ্গবন্ধু সড়কে, (৩)চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে গোমস্তাপুর থানাধীন তাহের নগরের জালিবাগানে, (৪) চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক অধ্যাপক রফীকুল ইসলামের সভাপতিত্বে গোমস্তাপুর থানা সদরে, (৫) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাজার এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাহবূবুর রহমানের সভাপতিত্বে অত্র বাজারে, (৬) নাটোর যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ মুকাদ্দাসের সভাপতিত্বে বড়াইগ্রাম উপযেলার আহমাদপুর বাজারে, (৭) সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আব্দুর রায্যাক পার্ক-এ একত্রিত হয় এবং সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১০ই এপ্রিল বৃহস্পতিবার : (১) কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুরসালীন হোসাইনের সভাপতিত্বে কুমারখালীর মালিয়াটে(২)রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার বাগমারা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস. এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় ময়দানে, (৩) রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার তানোর উপযেলা ‘আন্দোলন’-এর কর্মী মুহাম্মাদ তুহিনের সভাপতিত্বে তানোর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

১১ই এপ্রিল শুক্রবার : (১) কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে কুমিল্লা শহরে (২) কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সুধী শাহাবুদ্দীন মাস্টারের সভাপতিত্বে কুমারখালীর দড়িকোমরপুর ও যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ খায়রুয্যামানের সভাপতিত্বে কুমারখালীর নন্দলালপুরে, (৩) কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে দৌলতপুর থানা সদরে, (৪) গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাঘাটা থানা সদরে, (৫)গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্ল­াহ আল-মামূনের সভাপতিত্বে গোবিন্দগঞ্জ মোড়ে, (৬)গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদের সভাপতিত্বে যেলা সদরের সালনায়, (৭) গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আহমাদের সভাপতিত্বে যেলা সদরে, (৮) চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাববীরের সভাপতিত্বে উত্তর পতেঙ্গাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সামনে, (৯)চাঁদপুর যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক হাফেয মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে যেলা শহরে, (১০) চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন সভাপতিত্বে রহনপুরের ডাক বাংলা প্রাঙ্গনে, (১১) চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক শহীদুল করীমের সভাপতিত্বে যেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, (১২) জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল মুন‘ঈমের সভাপতিত্বে শহরের আরামনগরস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সামনে, (১৩)জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে শহরের জামালপুর-ময়মনসিংহ হাইওয়ের সামনে, (১৪)ঝিনাইদহ যেলার সদরের ডাক বাংলা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি ইস্রাফীল শেখের সভাপতিত্বে অত্র মসজিদের সামনে, (১৫)ঠাকুরগাঁও যেলা ‘আন্দোলন’-এর কর্মী মুরশেদুল ইসলামের সভাপতিত্বে রাণীশংকৈল উপযেলা সদরে, (১৬) ঢাকা-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মাহবূবুর রহমানের সভাপতিত্বে আশুলিয়া সদর ও ‘আন্দোলন’-এর সুধী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাভার সদরে, (১৭) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদের সভাপতিত্বে মিরপুর থানার পাইকপাড়ায়, (১৮) দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শহীদুল আলমের সভাপতিত্বে বিরামপুর সদর এবং উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদেক আলীর সভাপতিত্বে নবাবগঞ্জ ও হাকীমপুর উপযেলা সদরে, (১৯)নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে শহরের নওজোয়ান ময়দানে, (২০) নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে পাঁচদোনা বাজার এবং এলাকা ও উপযেলা দায়িত্বশীলদের সহযোগিতায় আরো ৯টি স্থানে, (২১) নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে যেলা শহরে, (২২) রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে বাঘা উপযেলা সদরে, (২৩) নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক আলমগীর হোসাইনের সভাপতিত্বে সোনারগাঁও উপযেলা সদরে, অত্র উপযেলা সভাপতি মীযানুর রহমানের সভাপতিত্বে নয়াবাজার, আড়াইহাজার উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সেলীমের সভাপতিত্বে থানা সদর ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাহফূযুর রহমানের সভাপতিত্বে পূর্বাচল থানার কাঞ্চন ব্রীজে, (২৪) নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার জলঢাকা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মনোয়ার হোসাইনের সভাপতিত্বে উপযেলা সদরে, (২৫)নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি শাহীদুদ্দীনের সভাপতিত্বে যেলা শহরে, (২৬) পঞ্চগড় যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আমীনুর রহমানের সভাপতিত্বে যেলা শহরের শেরে বাংলা পার্কে, (২৭) পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে যেলা শহরের খয়েরসুতী মাদ্রাসা প্রাঙ্গনে, (২৮) বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুখলেছুর রহমানের সভাপতিত্বে যেলা শহরের সাত মাথা ও শাহজাহানপুর উপযেলার সভাপতি দেলবর রহমানের সভাপতিত্বে বৃ-কুষ্টিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, (২৯) বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি কায়েদ মাহমূদ ইমরানের সভাপতিত্বে শহরের পুলিশ লাইন সড়কে, (৩০) বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আববাসুদ্দীন ইলিয়াসের সভাপতিত্বে যেলা শহরের ভিআইপি মোড়ে, (৩১) মেহেরপুর যেলার প্রেস ক্লাবের সামনে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য রবীউল ইসলামের সভাপতিত্বে, (৩২) রাজবাড়ী যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি গাযী মুখতারের সভাপতিত্বে প্রেস ক্লাব চত্বরে, (৩৩) রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার বাগমারা-পূর্ব উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাহদী হাসানের সভাপতিত্বে ভবানীগঞ্জ বাজারে, (৩৪) রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার গোদাগাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক রূহুল আমীনের সভাপতিত্বে কাঁকনহাট বাজারে, (৩৫) লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে আদিতমারী থানা সদরে, (৩৬) হবিগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা এ. কে. এম জা‘ফর আলীর সভাপতিত্বে যেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১২ই এপ্রিল শনিবার : (১) গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর থানার ভেরামতলীতে, (২) জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে মাদারগঞ্জের বালিজুরী বাজারে, (৩) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের সভাপতিত্বে বাইতুল মুকাররাম মসজিদের উত্তর গেইটে, (৪)মাদারীপুর যেলার শিবচর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে উপযেলা সদরে, (৫)যশোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে, (৬) রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল করীমের সভাপতিত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ও (৭) লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মশীউর রহমানের সভাপতিত্বে কালীগঞ্জ থানা সদরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।






আরও
আরও
.