বিজ্ঞানীরা নতুন একটি কৃষ্ণগহবরের সন্ধান পেয়েছেন। যা সূর্যের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বড়। এটি আকারে এতই বৃহৎ যে বিজ্ঞানীরা বলছেন, তাত্ত্বিকভাবে এর অস্তিত্বই থাকার কথা নয়। নক্ষত্রের মৃত্যুর মধ্য দিয়ে কৃষ্ণগহবরের জন্ম হয়। গবেষকেরা এত দিন মনে করতেন, একটি কৃষ্ণগহবরের আকার সূর্যের আকারের চেয়ে ২০ গুণের বেশী বড় হয় না। কারণ, মৃত্যুর সময় নক্ষত্রে যে বিস্ফোরণ হয়, তাতে ঐ নক্ষত্রের বেশীর ভাগ উপাদান মহাশূন্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এ তত্ত্বকে চ্যালেঞ্জ করেছে নতুন আবিষ্কৃত কৃষ্ণগহবর এলবি-ওয়ান। পৃথিবী থেকে ১৫ হাযার আলোকবর্ষ দূরে এর অবস্থান। আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার অতিক্রম করে। সে হিসাবে আলো এক বছরে যে পথ অতিক্রম করে, তা-ই এক আলোকবর্ষ। নতুন কৃষ্ণগহবরটির সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী।






আরও
আরও
.