‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ২০শে জুলাই শনিবার হ’তে ২রা আগস্ট শুক্রবার পর্যন্ত গাযীপুর, মানিকগঞ্জ ও ঢাকা যেলার বিভিন্ন এলাকায় এবং ১৮ই আগস্ট রবিবার হ’তে ২৪শে আগস্ট শনিবার পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল ও ফরিদপুর যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ:

গাযীপুর : গত ২০শে জুলাই শনিবার বাদ আছর তিনি গাযীপুর যেলার সদর থানাধীন  কামারজুড়ি আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব কাথুরা, বাদ এশা শরীফপুর; ২১শে জুলাই রবিবার বাদ আছর পিরুজালী সড়কঘাট যমীরিয়া আহলেহাদীছ জামে মসজিদে; ২২শে জুলাই সোমবার বাদ ফজর মণিপুর পুরাতন মসজিদে তাবলীগী সফর করেন। অতঃপর দ্বিতীয় দফায় ৩০শে জুলাই মঙ্গলবার বাদ যোহর কালিয়াকৈর থানাধীন দক্ষিণ পাকুল্লা জামে মসজিদে; ৩১শে জুলাই বুধবার বাদ যোহর চাতৈলভিটি পশ্চিমপাড়া জামে মসজিদে; ১লা আগস্ট বৃহস্পতিবার বাদ আছর সোহাগীরটেক জামে মসজিদে তাবলীগী সফর করেন।

মানিকগঞ্জ : ২২শে জুলাই সোমবার সন্ধ্যা ৬-টায় মানিকগঞ্জ যেলার সদর থানাধীন নারাঙ্গাই মৌজা নিবাসী ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মনীরুল ইসলামের বাসভবনে; ২৩শে জুলাই মঙ্গলবার বাদ আছর ভাটারা বায়তুল মামূর আহলেহাদীছ জামে মসজিদে দাওয়াতী ও সাংগঠনিক সফর করেন।

ঢাকা : ২৪শে জুলাই বুধবার বাদ যোহর তিনি ঢাকা যেলার ধামরাই থানাধীন জোয়ার আমতা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর আগজেঠাইল জামে মসজিদে, বাদ মাগরিব চৌহাট জামে মসজিদে; ২৫শে জুলাই বৃহস্পতিবার বাদ মাগরিব আশুলিয়া বড় মসজিদে, বাদ এশা ডেমরান তিনআনী আহলেহাদীছ জামে মসজিদে; ২৬শে জুলাই শুক্রবার বাদ আছর তেঁতুলিয়া বড় মসজিদে, বাদ মাগরিব ছোট-ইকুরিয়া জামে মসজিদে, বাদ এশা ইকুরিয়া মধ্যপাড়া জামে মসজিদে; ২৭শে জুলাই শনিবার বাদ ফজর বড় ইকুরিয়া পূর্বপাড়া জামে মসজিদে, বাদ যোহর তেঁতুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে, বাদ আছর কাকরান বায়তুল মামূর জামে মসজিদে, বাদ মাগরিব কাকরান হালুয়াপাড়া জামে মসজিদে, বাদ এশা কাকরান রূপনগর জামে মসজিদে; ২৮শে জুলাই রবিবার বাদ যোহর চন্দ্রপাড়া জামে মসজিদে, বাদ আছর ডেমরান উত্তরপাড়া জামে মসজিদে, বাদ মাগরিব ডেমরান মধ্যপাড়া মসজিদে, বাদ এশা আশুলিয়া দক্ষিণপাড়া মসজিদে; ২৯শে জুলাই সোমবার বাদ ফজর আশুলিয়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর সাভার থানাধীন পাথালিয়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব আশুলিয়া থানাধীন উত্তর নাল্লাপোল্লা জামে মসজিদে, বাদ এশা নাল্লাপোল্লা মধ্যপাড়া জামে মসজিদে; ৩০শে জুলাই মঙ্গলবার বাদ ফজর (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) নাল্লাপোল্লা বাযার জামে মসজিদে, বাদ আছর দক্ষিণ নাল্লাপোল্লা জামে মসজিদে, বাদ মাগরিব ছনটেকি জামে মসজিদে; ৩১শে জুলাই বুধবার বাদ মাগরিব বাইদগাঁও জনমপাড়া জামে মসজিদে, বাদ এশা বাইদগাঁও কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে; ১লা আগস্ট বৃহস্পতিবার বাদ যোহর বাইদগাঁও উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদে, বাদ এশা জিরানী পুকুরপাড় আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, ২৬শে জুলাই শুক্রবার ধামরাই থানাধীন ইকুরিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে এবং ২রা আগস্ট শুক্রবার আশুলিয়া থানাধীন জিরানী পুকুরপাড় জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন।

গোপালগঞ্জ : ১৮ই আগস্ট রবিবার বাদ যোহর গোপালগঞ্জ যেলার সদর থানাধীন বলাকইড় উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর মাঝিগাতী আহলেহাদীছ মসজিদে; ১৯শে আগস্ট সোমবার বাদ যোহর কাঠিগ্রাম ফকীরবাড়ী আহলেহাদীছ মসজিদে, বাদ আছর ঘাঘরকান্দা আহলেহাদীছ মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, কাঠিগ্রাম মসজিদে তিনি ‘আন্দোলন’-এর কাঠিগ্রাম শাখা কমিটি গঠন করেন।

মাদারীপুর : ১৯শে আগস্ট সোমবার বাদ মাগরিব মাদারীপুর যেলার কালকিনি থানাধীন উত্তর রাজদী বায়তুল আমান আহলেহাদীছ জামে মসজিদে সফর করেন।

শরীয়তপুর : ২০শে আগস্ট মঙ্গলবার বাদ আছর তিনি শরীয়তপুর যেলার ভেদরগঞ্জ থানাধীন ছয়গাঁও আহলেহাদীছ জামে মসজিদে সফর করেন।

নড়াইল : ২১শে আগস্ট বুধবার বাদ মাগরিব তিনি নড়াইল যেলার নড়াগাতী থানাধীন পানিপাড়া আহলেহাদীছ মসজিদে ও ২২শে আগস্ট বৃহস্পতিবার বাদ যোহর উত্তর করফা জামে মসজিদে সফর করেন।

ফরিদপুর : ২৩শে আগস্ট শুক্রবার তিনি ফরিদপুর যেলার বোয়ালমারী থানাধীন গঙ্গানন্দপুর আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা  প্রদান করেন। অতঃপর বাদ মাগরিব তিনি শেখর পঞ্চগ্রাম (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে এবং ২৪শে আগস্ট শনিবার বাদ যোহর দুর্গাপুর আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন।






আরও
আরও
.