নওদাপাড়া, রাজশাহী ১০শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে ছানাবিয়াহ ও কুল্লিয়া শ্রেণীর জন্য মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত ও সম্পাদিত মোট ৮টি বই তথা জীবন দর্শন, সমাজ বিপ্লবের ধারা, আক্বীদা ইসলামিয়াহ, তিনটি মতবাদ, উদাত্ত আহবান, শারঈ ইমারত, শিক্ষা ব্যবস্থা : প্রস্তাবনা সমূহ ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায় ও কিভাবে চায়?-এর উপর গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ছাবিবর আহমাদ (ছানাবিয়াহ ২য় বর্ষ), ২য় স্থান অধিকার করে খুররম মুরাদ (ছানাবিয়াহ ২য় বর্ষ) ও ৩য় স্থান অধিকার করে আব্দুল মতীন (কুল্লিয়া ১ম বর্ষ)।