আগের যুগে নাস্তিকতার চর্চা মারাত্মক ধরনের অপরাধ হিসাবে ধরা হ’লেও দিন দিন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশেই এখন বাকস্বাধীনতা রক্ষার জন্য নাস্তিকতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে না দেখে বরং উৎসাহ দেওয়া হয়। তারপরও এখনো কিছু দেশ আছে, যেখানে নাস্তিকতা চর্চার শাস্তি মৃত্যুদন্ড। বর্তমানে পৃথিবীতে এমন ১৩টি দেশ রয়েছে যেখানে নাস্তিকতার কোন স্থান নেই। দেশগুলো হ’ল : ১. আফগানিস্তান, ২. ইরান, ৩. মালয়েশিয়া, ৪. মালদ্বীপ, ৫. মৌরিতানিয়া, ৬. নাইজেরিয়া, ৭. পাকিস্তান, ৮. কাতার, ৯. সঊদী আরব, ১০. সুদান, ১১. সোমালিয়া, ১২. সংযুক্ত আরব-আমিরাত এবং ১৩. ইয়েমেন।






আরও
আরও
.