পশ্চিম
আফ্রিকার দেশ ঘানার সংসদ সদস্য কেনেডি আগায়াপং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলামে দীক্ষিত হওয়ার পর নিজের নাম পরিবর্তন করে তিনি শেখ ওছমান রেখেছেন।
ইসলামকে শান্তি-সুখের ধর্ম হিসাবে আবিষ্কারের পর তিনি ধর্ম পরিবর্তনের
সিদ্ধান্ত নেন। আগায়াপং জানান, ২০১২ সালে তিনি গ্রেফতার হন। সে সময় কিছু
মুসলিম যুবক-যুবতীকে তিনি পুলিশ হেডকোয়ার্টার থেকে কয়েক মিটার দূরে তার
মুক্তির জন্য গুরুত্ব সহকারে ইবাদত-দো‘আ করতে দেখেন। তখন তিনি ইসলামের
প্রতি আরো গভীরভাবে আকৃষ্ট হন। অতঃপর কিছুদিন তিনি পাকিস্তানে ছিলেন। সে
সময় মুসলিম বন্ধুদের সঙ্গে বসবাস করে তিনি অনুধাবন করতে সক্ষম হন যে, ইসলাম
প্রকৃতপক্ষে শান্তির ধর্ম এবং তা মানবিক গুণাবলী বিকাশে উৎসাহিত করে।
উল্লেখ্য, ২০১২ সালে ঘানা স্ট্যাটিকালিকাল সার্ভিসের আদমশুমারি অনুযায়ী
ঘানাতে মুসলমানদের সংখ্যা ৪৫%।