স্বদেশ
জ্বালানী সাশ্রয়ী জেনারেটর উদ্ভাবন করল কুড়িগ্রামের ওয়াহীদুল ইসলাম
বিদ্যুতের অসহনীয় সংকট কাটিয়ে উঠতে কুড়িগ্রামের রাজারহাটের ওয়াহীদুল ইসলাম উদ্ভাবন করেছেন ডিজেল সাশ্রয়ী জেনারেটর। তার উদ্ভাবিত জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বোরো ক্ষেতে সেচের পাশাপাশি আউলিয়ার দরগা গ্রামকে আলোকিত করেছে। ফলে এখানকার কৃষকদের বোরো ধানে সেচ কাজে খরচ অর্ধেকেরও বেশী কমেছে। কুড়িগ্রামের রাজারহাট উপযেলার প্রত্যন্ত গ্রাম আউলিয়ার দরগা। এ গ্রামের মোটর মেকানিক ওয়াহীদুল ইসলাম দৈনন্দিন কাজের ফাঁকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সামান্য হ’লেও কিছু একটা করা। তার দীর্ঘ প্রচেষ্টার সুফল পেতে শুরু করেছে এখানকার মানুষ। তার উদ্ভাবিত পদ্ধতিতে একই সঙ্গে ২১টি সেচপাম্প (মোটর) চালিয়ে ৪শ’ একর জমিতে সেচ দেয়া সম্ভব। এতে বিগত সময়ে ঐ পরিমাণ জমিতে ডিজেল চালিত ২৮টি শ্যালো ইঞ্জিন চালিয়ে সেচ দিতে ডিজেলের প্রয়োজন হ’ত প্রতি ঘণ্টায় ২৮ লিটার। আর সেখানে এখন এ পদ্ধতিতে প্রতি ঘণ্টায় ডিজেল প্রয়োজন হয় মাত্র ২ লিটার। এবার বোরো মৌসুমে তার উদ্ভাবিত ডিজেল সাশ্রয়ী জেনারেটরের মাধ্যমে সেচ দেয়া হয় ১৫০ একর জমিতে। জ্বালানী সাশ্রয়ী জেনারেটর উদ্ভাবক ওয়াহীদুল ইসলাম জানান, আউলিয়ার দরগা গ্রামে তার মূল জেনারেটর বসিয়ে চতুর্দিকে আধা কিলোমিটার এলাকায় ১৭টি বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে দেড়শ’ একর জমি পাম্পের আওতায় এনেছেন। এতে উপকৃত হয়েছে ২ শতাধিক কৃষক। এছাড়া অর্ধশত বাড়িতে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।
হাইকোর্টের নির্দেশ
ফল পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা
ফল পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহারে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে আড়তগুলোতে প্রতিদিন পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ১০মে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি মুহাম্মাদ দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। সেই সঙ্গে ‘জনগণের স্বাস্থ্য রক্ষায় ফল পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না’ তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারী করেছেন আদালত।
বিনা বিচারে ১৫ বছর জেল খাটছে সেলিম
সিরাজগঞ্জ কারাগারে ১৫ বছর ধরে বিনা বিচারে আটক সেলিমকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে সরকারের প্রতি রুলনিশি জারী করেছে হাইকোর্ট। সিনিয়র এডভোকেট মনসুরুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে গত ২২ এপ্রিল বিচারপতি মুহাম্মাদ শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকীর ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। সিরাজগঞ্জ যেলার উল্লাপাড়া উপযেলার বালশাবাড়ি গ্রামের দরিদ্র আব্দুর রহমানের পুত্র সেলিম। রায়গঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (নং-৬, তারিখ ১৯/১০/১৯৯৪) পুলিশ তাকে গ্রেফতার করে। মামলাটির এখনও কোন সুরাহা হয়নি। গ্রেফতারকালে সেলিমের বয়স ছিল ১৫ বছর। কিন্তু পুলিশ গ্রেফতারের পর তার বয়স ২০ বছর উল্লেখ করে ১৯৯৫ সালের ১৬ মার্চ কারাগারে পাঠায়। মামলার অন্যান্য আসামীরা হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে গেলেও দরিদ্র সেলিমের জামিনের আবেদন জানানো হয়নি। তাকে আদালতে হাজিরও করা হচ্ছে না।
এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ
পাসের হার ৭৯.৯৮ শতাংশ; শীর্ষে মাদরাসা বোর্ড
গত ১৫ মে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ফলাফলের সকল ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের তুলনায় যেমন বেড়েছে, তেমনি সার্বিক পাসের হারও বেড়েছে। দশ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৮২ হাযার ৯৬১ জন। ২০০৯ সালের চেয়ে জিপিএ-৫ সংখ্যা বেড়েছে ২০ হাযার ৬৫৪ জন। এবার দশ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৯৭৫ জন। এর মধ্যে পাস করেছে মোট ৯ লাখ ৬০ হাযার ৪৯২ জন ছাত্র-ছাত্রী। পাসের হার ৭৯ দশমিক ৯৮ ভাগ। সার্বিক পাসের হার গত বছরের চেয়ে ৯ দশমিক ০৯ ভাগ বেড়েছে। পাসের হারের বিবেচনায় গত বছরের মতো এবারও ১০ বোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হ’ল। এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাযার ৯২৭টি। এ সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে ২০১টি। গত বছর এ সংখ্যা ছিল ২ হাযার ৭২৬টি।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ৯ লাখ ১২ হাযার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ লাখ ১৩ হাযার ৫৬০ জন। গড় পাসের হার ৭৮ দশমিক ১৯। মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২ লাখ ১০ হাযার ৪১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৮২ হাযার ৪৩১ জন। পাসের হার ৮৬ দশমিক ৭০। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭৭ হাযার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৪ হাযার ৫০১ জন। এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশী পাসের হার রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ০৩, যশোর বোর্ডে ৭৯ দশমিক ১৮, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৪২, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৯৯, বরিশাল বোর্ডে ৭৪ দশমিক ৬৪, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ৩১ এবং দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৭০ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। মাদরাসা বোর্ড থেকে দাখিলে ২০ হাযার ৭৫৫ জন এবং কারিগরি বোর্ড থেকে এসএসসি ভোকেশনালে ৭২ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, এবারই প্রথম বাংলা প্রথম পত্র এবং ধর্ম বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে।
বিদেশ
নিউইয়র্ক টাইমসের তথ্য
পাকিস্তান ও আফগানিস্তানে মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক তৎপর
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতি-নীতি লংঘন করে বিদেশে প্রাইভেট গুপ্তচর চক্র নিয়োজিত করেছে। সরকারী অর্থ দিয়ে এসব চক্রকে রীতিমত লালন-পালন করা হচ্ছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, মার্কিন সরকারের অস্বীকৃতির পরেও আফগানিস্তান ও পাকিস্তানে প্রাইভেট গুপ্তচরদের একটি গোপন নেটওয়ার্ক কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঐ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন।
যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদপত্র দি টাইমস গত মার্চে এক রিপোর্টে জানায়, সন্দেহভাজন জঙ্গীদের অবস্থান চিহ্নিতকরণ এবং তাদের হত্যাকান্ডে সহায়তার জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইকেল ফারলং আফগানিস্তান ও পাকিস্তানে প্রাইভেট ঠিকাদারদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। মার্কিন সরকারের তথ্য সংগ্রহের ছদ্মাবরণে তিনি এই কাজ করেন। মার্কিন বাহিনী তালিবান যোদ্ধাদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তাদের কাজে সহায়তা দিতে এসব বেসরকারী ঠিকাদারদের ভাড়া করে কাজে লাগাচ্ছে। এমনকি এখনও এসব ঠিকাদারদের ২২ লাখ ডলারের চুক্তির অধীনে বিল পরিশোধ করা হচ্ছে।
আমলাতন্ত্রের কারণে বন্ধ হচ্ছে না গুয়ান্তানামো কারাগার : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনেক ভাল উদ্যোগ আমলাতন্ত্রের কারণে কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। তার ভাল ভাল সিদ্ধান্ত যদি আমলাতন্ত্রের মনমত না হয় তবে তা কার্যকর করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এইসব আমলারা। ওবামা এক বছরের মধ্যে গুয়ান্তামো কারাগার বন্ধের নির্দেশ দিলেও আমলাদের কারণে তা কার্যকর হচ্ছে না। তারা এ কারাগার চালু রাখার পক্ষে নানা যুক্তি খাড়া করছে।
ভারতে বোমা বিস্ফোরণ
মুসলিমরা নয় হিন্দুত্ববাদীরাই জড়িত : সিবিআই
ভারতে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে হিন্দুত্ববাদী শক্তির হাত থাকার প্রমাণ পাওয়া গেছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’ এ দাবী করেছে।
২০০৭ সালে অন্ধ্র প্রদেশ রাজ্যের হায়দরাবাদ এবং রাজস্থানের আজমির ও মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ ঘটনার পর সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ কর্তাদের বিবৃতিতে ঘুরেফিরে লশকর-ই-তাইয়িবা, হারাকাতুল জিহাদিল ইসলামী, ইন্ডিয়ান মুজাহিদীন, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) নাম আসছিল। বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন নিরীহ সংখ্যালঘু মুসলমানকে গ্রেফতারও করা হয়েছিল। তিন বছর পর সিবিআই-এর তদন্ত শেষে কিন্তু উঠে এলো সম্পূর্ণ ভিন্নচিত্র।
সিবিআই জানিয়েছে, তিনটি বিস্ফোরণেই জড়িত ‘অভিনব ভারত’ নামে হিন্দুত্ববাদী সংগঠন ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে’র (আরএসএস) সদস্যরা। সম্প্রতি আজমির বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দেবেন্দ্র গুপ্তা নামে ঝাড়খন্ডের এক আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই ও রাজস্থান পুলিশের যৌথ তদন্তকারী দল। তাকে জেরা করে সিবিআই জানতে পেরেছে, পুরো ঘটনার নেপথ্যে রয়েছে সুনীল যোশী নামে এক উগ্র হিন্দুত্ববাদী নেতা। হায়দরাবাদ বিস্ফোরণের ঘটনার মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে সুনীলকে।
পুলিশি হেফাযতে দেয়া জবানবন্দীতে হিন্দু সন্ত্রাসের নীল নকশা তৈরীতে সুনীল যোশির ভূমিকার কথা মালেগাঁও বিস্ফোরণে জড়িত ও ধৃত লে. কর্নেল শ্রীকান্ত পুরোহিত স্বীকার করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণে ৯ জন নিহত হন। ঐ বছরই ১২ অক্টোবর আজমির শরীফে খাজা মাইনুদ্দীন চিশতির (রহঃ) দরগাহর সামনে বিস্ফোরণে ৩ ব্যক্তি মারা যান।
৬৫ বছর পর ব্রিটেনে জোট সরকার গঠন
১৯৪৫ সালের পর প্রথমবারের মতো ব্রিটেনে জোট সরকার গঠিত হ’ল। কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট সমঝোতার ফলে প্রায় ৬৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটেন শাসন করছে জোট সরকার। জোট সরকারের ৫৩তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন এবং উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ। ৪৩ বছর বয়সী ক্যামেরন হচ্ছেন গত ২০০ বছরের মধ্যে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ব্রিটেনে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ১৩ বছরের লেবার শাসনের অবসান হ’ল। মধ্য বামপন্থী লেবার পার্টির টনি ব্লেয়ার ও তারপর গর্ডন ব্রাউন টানা ১৩ বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, এবার ব্রিটেনের নির্বাচনে কনজারভেটিভ দল পেয়েছে ৩০৫ আসন, লেবার ২৫৮, লিবারেল ডেমোক্র্যাট ৫৭ ও অন্যান্য দল পেয়েছে ২৮ আসন। কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ব্রিটেনে এই প্রথম জোট সরকার গঠিত হ’ল।
কনজারভেটিভ পার্টির প্রধান হ’লেন সৈয়দা ওয়ারসি : প্রথমবারের মতো একজন মুসলিম নারী ব্রিটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। পাকিস্তানী বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ব্যারোনেস সৈয়দা ওয়ারসি ১৩মে উক্ত পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এ পার্টির প্রধান হিসাবে তিনি একজন জুনিয়র মন্ত্রীর পদমর্যাদা লাভ করবেন।
বেলজিয়ামে বোরকা নিষিদ্ধ আইন সংসদে পাশ
বেলজিয়ামের পার্লামেন্ট গত ২৯ এপ্রিল মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ করে আইন পাস করেছে। এর মধ্যদিয়ে এই প্রথম কোন ইউরোপীয় দেশ মুসলিম মহিলাদের বোরকা পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করল। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে এই আইন পাস হয়। পার্লামেন্টে ১৩৬ জন সদস্য বোরকা নিষিদ্ধ করার প্রতি সমর্থন জানিয়ে ভোট প্রদান করে। দু’জন সংসদ সদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিল। এই আইনের ফলে সড়ক, গণউদ্যান, ক্রীড়াক্ষেত্র এবং জনসেবামূলক কোন ভবনে বোরকা বা নেকাব পরে কোন মহিলা প্রবেশ করতে পারবে না। তবে নগর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিছু ধর্মীয় উৎসবে বোরকা পরিধান করতে পারবে মুসলিম মহিলারা। যারা এই আইন অমান্য করবে তাদেরকে ২০ থেকে ৩৪ ডলার জরিমানা করা হবে অথবা সর্বোচ্চ ৭ দিনের কারাদন্ড প্রদান করা হবে। এদিকে মানবাধিকার সংস্থা ‘অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল’ এ আইনের তীব্র প্রতিবাদ করেছে। অ্যামনেষ্টির বিশেষজ্ঞ জন ডালহাজসেন বলেন, পুরো মুখমন্ডল ঢেকে বোরকা পরার উপর নিষেধাজ্ঞা আরোপ নারীদের মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।
ইতালীতে বোরকা পরায় জরিমানা : ইতালীর উত্তরাঞ্চলের নোভারা নগরীতে বোরকা পরিধান করায় এক মুসলিম মহিলার কাছ থেকে ইতালির পুলিশ জরিমানা আদায় করেছে। ইতালীতে এটিই এ ধরনের প্রথম ঘটনা। বোরকা পরা মহিলাকে ৬৫০ ডলার জরিমানা করা হয়েছে। পুলিশ তিউনিসিয়ার নাগরিক এ মহিলাকে একটি পোষ্ট অফিসের বাইরে গতিরোধ করে। এ সময় তার স্বামী তার সঙ্গে ছিলেন। উল্লেখ্য, জানুয়ারীর শেষের দিকে ইতালীতে জনসমক্ষে বোরকা পরা নিষিদ্ধ করা হয়েছে। ১৯৭৫ সাল থেকে ইতালীতে জনসমক্ষে নেকাব ব্যবহার করা বা মোটর সাইকেলের হেলমেট পরা নিষিদ্ধ করা হয়েছে।
ব্রিটেনের শীর্ষ ধনী লক্ষ্মী মিত্তাল
ব্রিটিশ ধনীদের শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লৌহ ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। বর্তমানে ব্রিটেনে বিলিওনিয়ারের সংখ্যা ৫৩ জন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৩৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড। সম্পদের পরিমাণ বেড়েছে ৭৭ বিলিয়ন পাউন্ডেরও বেশী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে বেশী। আর গত ১২ মাসে ১০ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড থেকে লক্ষ্মী মিত্তালের সম্পদ বেড়ে ২২ দশমিক ৪৫ বিলিয়নে দাঁড়িয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রুশ রোমান আব্রামোভিচ।
নূহ (আঃ)-এর কিশতীর সন্ধান লাভ
চীনা আর তুরষ্কের গবেষকদল তুরষ্কের মাউন্ট আরারাতে কাঠের তৈরী একটি প্রাচীন জাহাজের সন্ধান পেয়েছেন। তাদের দাবী হচ্ছে এটিই নূহ (আঃ)-এর সেই বিখ্যাত কিশতী, যা প্লাবন থেকে নবীর অনুসারীদের বাঁচিয়েছিল।
জানা গেছে, হংকংভিত্তিক একটি গবেষণা সংস্থা ‘নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল’-এর তুর্কী এবং চীনা গবেষকদের একটি দল সম্প্রতি পূর্ব তুরষ্কের মাউন্ট আরারাতে সন্ধান পেয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি কাঠের জাহাজের। ঐ অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,০০০ ফুট উঁচুতে বলে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত জাহাজের কাঠামোর অভ্যন্তরীণ গঠন এবং কাবর্ণটেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে, এর বয়স প্রায় ৪,৮০০ বছর। বিভিন্ন পরীক্ষা ও তথ্যের ভিত্তিতে গবেষকরা ৯৯% ভাগ নিশ্চিত যে, এটি নূহ (আঃ)-এর সেই কিশতীর ধ্বংসাবশেষ।
ধ্বংসাবশেষের মধ্যে তারা কিছু অক্ষত দেয়াল এবং সেলফ-এর সন্ধানও পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই মহাপ্লাবনের সময় এখানেই রাখা হয়েছিল বিভিন্ন প্রজাতির সব প্রাণী এবং উদ্ভিদ।
জার্মানীতে প্রথম মুসলিম মহিলা মন্ত্রী নিযুক্ত
জার্মানীতে এই প্রথম একজন মুসলিম মহিলা মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। সেদেশের উত্তরাঞ্চলীয় রাজ্য লোয়ার স্যাক্সনির পার্লামেন্টে সম্প্রতি আযগুয়েল ওয়েজকানকে সামাজিক বিষয়ক মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করানো হয়। চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের সদস্য আযগুয়েল (৩৮) হামবুর্গের এক তুর্কী অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন।
ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা
ব্রিটেনে বাংলাদেশীদের শত বছরের অভিবাসনের ইতিহাসে এই প্রথম হাউস অব কমন্সে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেয়া সিলেটের মেয়ে রুশনারা আলী। গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি নির্বাচিত হন। রুশনারা তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী আজমল মাশরুরকে ১০ হাযারেরও বেশী ভোটের ব্যবধানে পরাজিত করে এই ইতিহাস গড়েন। ৩৫ বছর বয়সী অক্সফোর্ড গ্রাজুয়েট রুশনারা প্রাপ্ত ভোটের সংখ্যা ২১ হাযার ৭৮৪। প্রতিদ্বন্দ্বী আজমল পেয়েছেন ১০ হাযার ২১০ ভোট।
বিশ্বে ১৫০ কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগছে
বাংলাদেশের জনসংখ্যার ২০ থেকে ২৫ ভাগ লোক উচ্চ রক্তচাপে ভুগছে। সারা বিশ্বে প্রায় ১৫০ কোটি লোক উচ্চ রক্তচাপের শিকার। প্রতি বছরই বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ উচ্চ রক্তচাপে মারা যায়। এক আলোচনা সভায় বক্তরা এ তথ্য দেন। এ রোগে আক্রান্ত হ’লে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওষুধ সেবন, তামাক, জর্দাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পরিহার করা, প্রতিদিন ৩০ থেকে ৬০ মিটার দ্রুত হাঁটা, ব্যায়াম ও খেলাধূলার অভ্যাস গড়ে তোলা, খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার যেমন- গরুর গোশত, চিংড়ি, মাছ, মগজ, কলিজা, বাদাম, চিকেন নাগেট, পনির, চিপস, বেভারিজ, আলগা লবণের পরিমাণ কমিয়ে আনতে হবে। তবে সবুজ ফল, শাক-সবজি অধিকহারে গ্রহণ করতে হবে।
জর্ডান নদী বিলুপ্তির আশংকা
মধ্যপ্রাচ্য অঞ্চলের ঐতিহাসিক স্রোতধারাগুলোর অন্যতম জর্ডান নদীর দশা এখন মৃত প্রায়। নদীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, পানির বেহিসাবী ব্যবহার, বিভিন্ন স্বার্থে পানির প্রবাহ অন্য দিকে টেনে নিয়ে যাওয়া এবং একাধিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা প্রভৃতি বহুবিধ কারণে এক সময়কার বিখ্যাত এই নদীটি এমন করুণ দশায় পড়েছে। পরিবেশবিদরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১১ সালের মধ্যেই জর্ডান নদীর শোচনীয় মৃত্যু ঘটবে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, জর্ডান নদীর তীরবর্তী অন্তত সাড়ে তিন লাখ মানুষ প্রতিদিন বিভিন্ন ধরনের আবর্জনা ফেলছে এ নদীতে।
ইসরাঈলের কাছে ৩শ’ পরমাণু বোমা আছে
বিশ্বের অন্যতম খ্যাতনামা সামরিক সাময়িকী সাপ্তাহিক ‘জেনস ডিফেন্স উইকলি’ ইসরাঈলকে বিশ্বের ষষ্ঠ পরমাণু শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করেছে। ব্রিটেনের এই সাপ্তাহিক ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেছে, তেলআবিবের ভান্ডারে বর্তমানে ১০০ থেকে ৩০০টি পরমাণু বোমা রয়েছে। ভূমি, আকাশ বা সাগর পথে এসব পরমাণু বোমা দিয়ে হামলা করা যাবে।