সেরাঙ্গন, সিঙ্গাপুর ৫ই জুন বুধবার : অদ্য স্থানীয় সময় সকাল ৮-টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের সেরাঙ্গন স্টেডিয়ামে ১২ তাকবীরে ঈদুল ফিতরের ছালাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সিঙ্গাপুরে ঈদের ছালাত সাধারণত মসজিদেই হয়। ঈদগাহে ছালাত আদায়ের কোন ব্যবস্থা নেই। কিন্তু সিঙ্গাপুর সালাফী পরিষদের পক্ষ হ’তে সেরাঙ্গন স্টেডিয়াম ভাড়া নিয়ে এ বছর ঈদের ছালাত আদায় করা হয়। ঈদের খুৎবায় মাননীয় খতীব মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহ অনুসরণের প্রতি আহবান জানান। উল্লেখ্য যে, মহিলাদের জন্য ছালাত আদায়ের পৃথক ব্যবস্থা ছিল। আন্দোলন-এর সিঙ্গাপুর শাখার ২০/২৫ জন কর্মী ঈদের ছালাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সুন্নাত মোতাবেক ঈদের ছালাত আদায় করতে পারায় সবাই অত্যন্ত আনন্দিত।






আরও
আরও
.