কানাডার
২৭.৬৫ কেজি ওযনের ‘গিগা পার্ল’ মুক্তাটিই সম্ভবত বিশ্বের বৃহত্তম
প্রাকৃতিক মুক্তা। এই মুক্তাটির দাম প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী
মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। এক কানাডিয়ান ব্যক্তি সম্প্রতি এই বিশালাকার
মুক্তা বিশ্বের সামনে এনেছেন। ঘি রঙের প্রাকৃতিক মুক্তাটির বয়স আনুমানিক
১০০০ বছর। একটি দৈত্যাকার ঝিনুকের ভেতর থেকে মুক্তাটি পাওয়া গিয়েছিল।
কানাডার আব্রাহাম রেয়েস (৩৪) জানিয়েছেন, এটি তিনি পারিবারিক উত্তরাধিকার
সূত্রে পেয়েছেন। আব্রাহামের দাদু ফিলিপিন্সের এক মৎস্যজীবীর কাছ থেকে সেটি
কিনে এনেছিলেন। এর আগে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক মুক্তা হিসাবে ধরা হ’ত
লাউ-জু পার্লকে। তার চেয়ে এই গিগা পার্ল চার গুণ বেশী ওযনের।