শিশুদের বেশী টিভি দেখা ঝুঁকিপূর্ণ

অস্ট্রেলিয়ার ‘ওয়েস্টমিড মিলেনিয়াম ইনস্টিটিউট’-এর সেন্টার ফর ভিশন রিসার্চ-এর বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ৬/৭ বছর বয়সী শিশুরা যদি অতিরিক্ত টেলিভিশন দেখে তাহ’লে  তাদের পরবর্তী জীবনে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশী বেড়ে যায়। সিডনির ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাযার শিশুর উপর গবেষণাটি পরিচালিত হয়েছে। এসব শিশু গড়ে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে টিভি দেখেছে।

শব্দখেকো পর্দা

সম্প্রতি সুইডেনের গবেষকরা হালকা ওযনের এক ধরনের পর্দা উদ্ভাবন করেছেন, যার বিশেষ বৈশিষ্ট্য হ’ল শব্দ শুষে নেয়ার ক্ষমতা। জানা গেছে, দেয়াল এবং পর্দার মধ্যে ১৫ সেন্টিমিটার ফাঁকা জায়গা রেখে পর্দাটি টানাতে হবে। এর ফলে পর্দাটি শব্দ তরঙ্গ শুষে নিতে পারবে, যা সাধারণ পর্দার চেয়ে পাঁচগুণ বেশী শব্দ নিরোধী। অস্বচ্ছ কিন্তু সহজেই আলোকভেদী গুণের কারণে এই পর্দা বাড়ির জানালা-দরজা ছাড়াও শব্দ প্রবেশ করে এমন সব জায়গাতেই ব্যবহার করা যাবে।

ভিডিও গেমসে আসক্ত শিশুদের মোটা হওয়ার ঝুঁকি

চিলড্রেন্স হসপিটাল অব ইস্টার্ন অল্টারিও রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত ‘ভিডিও গেম প্লেইং ইনক্রিজেস ফুড ইনটেক ইন অ্যাডোলেসেল্টস : এ র‌্যানডোমাইজড ক্রসওভার সার্ভে’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ভিডিও গেমস খেলে, তারা অন্য শিশুদের তুলনায় প্রতিদিন গড়ে ১৬৩ কিলোক্যালরি অতিরিক্ত খাদ্য গ্রহণ করেছে। এতে তারা মোটা হচ্ছে,  বাড়ছে রোগের ঝুঁকি। তাছাড়া ভিডিও গেমস খেলার সময় কিশোরদের হৃৎপিন্ডের গতি, রক্তচাপ ও মানসিক কাজের চাপ স্বাভাবিক অবস্থার তুলনায় বেশী থাকে। এদিকে সম্প্রতি বারডেম পরিচালিত গবেষণায় রাজধানী ঢাকার উচ্চবিত্ত পরিবারের শিশুদের মধ্যে স্থূলতার হার বাড়ার তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, হাসপাতালটিতে টাইপ-২ ডায়াবেটিস নিয়ে যত শিশু আসছে, তার ৮০ ভাগই স্থূলকায়। তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বইয়ের টাওয়ার!

‘দ্য টাওয়ার অব বাবেল’ নামে ছয়তলাবিশিষ্ট পেঁচানো একটি দৃষ্টিনন্দন টাওয়ার সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কেন্দ্রস্থল প্লাজা সান মার্টিনে উন্মোচন করা হয়েছে। টাওয়ারটির প্রতিটি তলার ভিত্তি ইস্পাতে গড়া হ’লেও এর বাইরের দেয়াল তৈরী করা হয়েছে ৩০ হাযার বই দিয়ে। ৮২ ফুট (২৫ মিটার) উঁচু টাওয়ারটি নির্মাণের জন্য পাঠক, গ্রন্থাগার ও ৫০টির মতো দূতাবাস থেকে বইগুলো অনুদান হিসাবে পাওয়া গেছে। বইগুলোর মধ্যে দর্শন থেকে শুরু করে শিশুতোষ সাহিত্য পর্যন্ত রয়েছে। এই টাওয়ারটির নকশাকার হ’লেন বিশ্বখ্যাত শিল্পী মার্তা মিলুহিন।

শিশুর আচরণে মায়ের দুধের প্রভাব

যেসব শিশু ৪ মাস বা তার বেশী সময় ধরে মায়ের দুধ পান করে তাদের আচরণ ভাল হয়। তাদের উদ্বেগ-উৎকণ্ঠা, আসক্তি, মিথ্যা বলা এবং চুরি করার মতো প্রবণতা থাকে খুবই কম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাম্প্রতিক এক গবেষণার পর এ তথ্য জানিয়েছেন। গবেষকরা তাদের গবেষণার উপাত্ত সংগ্রহ করেছেন ১০ হাযার ৩৭ জন মা এবং তাদের শিশুদের কাছ থেকে। তারা বলছেন, বুকের দুধ খাওয়ানোর ফলে মা ও শিশুদের মধ্যে সম্পর্কটাও হয় অত্যন্ত সুনিবিড়।






আরও
আরও
.