গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। আববাসীয় খলীফা আল-আমীন, বুখারী।           

২। শিক্ষা-সংস্কৃতির লীলাভূমি।

৩। ইমাম বুখারী (রহঃ)-কে।

৪। সত্তর হাযার।     

৫। এক হাযার আশি জন।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। শিল/পাথর        ২। চশমা              ৩। বট

৪। কবুতর                        ৫। কলা ও মোচা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান)

১। যদি চাঁদে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তাহ’লে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?

২। চাঁদে কোন শব্দ করলে তা শুনা যাবে না কেন?

৩। আলোর চেয়ে শব্দের গতিবেগ কত?

৪। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়লে বাইরে থেকে যে শব্দ খুব আস্তে শুনা যায়, পানিতে ডুব দিয়ে শুনলে ঐ শব্দ বেশ জোরে শুনা যায় কেন?

৫। শব্দের গতি ঘণ্টায় কত মাইল?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ইসলামী)

১। ‘আবুল আম্বিয়া’ বা নবীগণের পিতা কাকে বলা হয়?

২। ‘উম্মুল আম্বিয়া’ বা নবীগণের মাতা কাকে বলা হয়?

৩। বনী ইসরাঈলরা কোন নবীর বংশধর ছিল?

৪। ইসমাঈল (আঃ)-এর বংশধরে কতজন নবী পৃথিবীতে আগমন করেছিলেন?

৫। ইসমাঈল (আঃ)-এর বংশে কোন নবী জন্মগ্রহণ করেন?

 

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সম্মেলন ২০১১

বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ভিত্তিভূমি এই প্রতিযোগিতার মধ্যে  তৈরী হচ্ছে

নওদাপাড়া, রাজশাহী ১৪ অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া রাজশাহীতে ‘৯ম কেন্দ্রীয় সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী ২০১১’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ। আমি বিশ্বাস করি বাংলাদেশে কোন রাজনীতি চলবে না, যদি বাংলাদেশের মাটিতে ইসলামের স্বার্থকে বিবেচনা না করা হয়’। তিনি বলেন, এক টেলিভিশন সাক্ষাৎকারে ড. গালিব জঙ্গি কিনা প্রশ্ন করলে উত্তরে আমি বলেছিলাম, ‘গালিব ছাহেবকে আমি শিক্ষক হিসাবে জানি, জঙ্গীবাদী হিসাবে নয়’। তিনি বলেন, ‘জঙ্গীবাদ ইসলামের বন্ধু নয়, ইসলামের শত্রু। জঙ্গীবাদের মদদদাতা আমেরিকা ও ইহুদীবাদীরা। মুসলমানরা কখনও জঙ্গীবাদকে সমর্থন করে না। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।’ তিনি আরো বলেন, ‘শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়বে।’

মাননীয় সভাপতি তাঁর ভাষণে বলেন, ‘মানুষকে বিপথে নেয়ার জন্য শয়তান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শয়তান মানুষকে সবসময় ধোঁকা দিচ্ছে অন্যায় করার জন্য। আর এর বিরুদ্ধে আল্লাহ পাক চান যে, সবসময় মানুষকে ভাল পথে ডাকা। আমাদের সোনামণি, যুবসংঘ, মহিলা সংস্থা ও ‘আন্দোলন’ সর্বদা মানুষকে ভালোর পথে ডাকারই সংগঠন’। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কেন্দ্রীয় প্রতিযোগী সোনামণিদের মারকাযে স্বাগত জানান ও তাদের উন্নত ভবিষ্যতের জন্য দো‘আ করেন এবং নিজেদেরকে আদর্শ নেতা ও প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাযযাক বিন ইউসুফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ শাহাদত হোসেন (শাহু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম.এ.ওহাব মন্ডল, ‘সোনামণি’-এর পৃষ্ঠপোষক ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, ‘সোনামণি’-এর ১ম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, বর্তমান পরিচালক ইমামুদ্দীন প্রমুখ। উল্লেখ্য, দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতা ১৩ অক্টোবর বৃহস্পতিবার ‘সোনামণি’ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় দেশের প্রায় ১৫টি যেলা অংশগ্রহণ করে। পরিশেষে উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের নামের তালিকা নিম্নরূপ :

অর্থসহ ১০টি হাদীছ মুখস্থ : বালক- (১) ইউনুসুর রহমান (কুমিল্লা) (২) আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া) (৩) আব্দুল্লাহ আল-মাহমূদ (চাঁপাই নবাবগঞ্জ); বালিকা- (১) আসমা বিনতে শারাফাত (কুমিল্লা) (২) সুলতানা (রাজশাহী) (৩) তানজিলা আখতার (কুমিল্লা); আক্বীদা বিষয়ক ২৭ টি প্রশ্নের উত্তর : বালক- (১) আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া) (২) মুহাম্মাদ রামাযান শেখ (বাগেরহাট) (৩) জামীলুর রহমান (কুড়িগ্রাম); বালিকা- (১) রুবীয়া পারভীন (সিরাজগঞ্জ) (২) সুলতানা (রাজশাহী) (৩) আমেনা (রংপুর); সাধারণ জ্ঞান : বালক- (১) মুহাম্মাদ আব্দুল মুমিন (সিরাজগঞ্জ) (২) আব্দুল কাফী (বগুড়া) (৩) আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া); বালিকা- (১) ইসরাত নৌরিন (সিরাজগঞ্জ) (২) রুবীয়া পারভীন (ঐ) (৩) মার্যিয়া খাতুন (ঐ); জাগরণী : বালক- (১) তানভীর আহমাদ (গাইবান্ধা) (২) আল-সাবা (ঐ) (৩) ইলিয়াস (বগুড়া); বালিকা- (১) তামান্না তাসনীম (রাজশাহী) (২) সুমাইয়া শিমু (দিনাজপুর) (৩) আসমা বিনতে শারাফাত (কুমিল্লা); ছবি অংকন : বালক- (১) আব্দুর রহীম (বগুড়া) (২) কামরুল (ঐ) (৩) আব্দুল্লাহ (চাঁপাই নবাবগঞ্জ); বালিকা- (১) তাসনীম (খুলনা) (২) তানযীলা আখতার (কুমিল্লা) (৩) আসমা বিনতে শারাফাত (ঐ)।






আরও
আরও
.