পাকিস্তানে প্রথমবারের মতো একজন নারীর দেহে যান্ত্রিক হার্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। গত ৯ই জুলাই দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক ভাসকুলার ডিজিজের (এনআইসিভিডি) একদল বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে এই হার্ট প্রতিস্থাপন করেন। দেশটির চিকিৎসা ইতিহাসে যান্ত্রিক হার্টের সফল প্রতিস্থাপনের এই ঘটনাকে মাইলফলক হিসাবে বিবেচনা করা হচ্ছে। কেননা এর আগে কখনই নযীরবিহীন এই হার্ট প্রতিস্থাপনের ঘটনা দেশটিতে ঘটেনি। ৬২ বছর বয়সী নাফীসা বেগম যান্ত্রিক হার্ট ব্যবহারকারী প্রথম পাক নারী। এনআইসিভিডির প্রশাসক হামীদুল্লাহ মালিক বলেন, অস্ত্রোপচারের আগে ঐ নারীর হার্ট মাত্র ১৫ শতাংশ কার্যকর ছিল।






আরও
আরও
.