গত ২০শে
মার্চ বুধবার গভীর রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে
পাঁচটি মসজিদে অজ্ঞাত দুর্বৃত্তরা হাতুড়ি হামলা চালায়। এই হামলায় কোন
হতাহতের ঘটনা ঘটেনি। তবে অস্ত্রধারী দুর্বৃত্তরা মসজিদের জানালা, দরজা
ভাঙচুর করেছে। এসব হামলার ঘটনায় বার্মিংহামের মুসলমানদের মাঝে আতঙ্ক সৃষ্টি
হয়েছে। তারা জুম‘আর ছালাতের সময় নিরাপত্তা ব্যবস্থা যোরদার করার জন্য
দেশটির পুলিশের প্রতি আহবান জানিয়েছেন। ২১শে মার্চ বৃহস্পতিবার ব্রিটিশ
দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা
চালিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করেছে।
মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এ
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওয়েস্ট
মিডল্যান্ড কাউন্টার টেরোরিজম ইউনিট এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
এদিকে উইটন রোডের ব্রোডওয়ে, সেলড রোডের কাছে একটি মসজিদে রাত ২টা ৩২ মিনিটের দিকে এবং রাত ৩টা ১৪ মিনিটের দিকে আর্ডিংটনের একটি মসজিদে হামলা হয়েছে। এছাড়া উইটন রোডের অ্যাস্টন ও পেরি বারের ব্রোডওয়েতেও মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ফরেনসিক কর্মকর্তারা এসব হামলার ঘটনায় আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন।
উইটন ইসলামিক সেন্টারের ইমাম শারাফাত আলী (৬৬) বলেন, আমরা এখানে ৩০ বছর ধরে বসবাস করছি। প্রত্যেক দিন সকালে অন্তত ৪০ জন মুছল্লী এখানে ছালাত আদায় করেন। শুক্রবার এই সংখ্যা ২০০ থেকে ৩০০ ছাড়িয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না, কেন এসব ঘটছে। আমাদের আরো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছি। বার্মিংহামের লেডিউডের লেবার দলীয় এমপি শাবানা মাহমুদ টুইটারে বলেছেন, বার্মিংহামজুড়ে মসজিদে হামলার যে খবর আসছে তা সত্যিই ভয়ানক। আমি পুলিশের প্রধান কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। এছাড়া মুসলিম নেতার সঙ্গে দিনে আলোচনা করবো। আমি সকল বাসিন্দাদের শান্ত থাকার আহবান জানিয়েছি।