রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারী বিভাগে প্রথমবারের মতো লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। গত ২৪শে জুন সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিনামূল্যে সিরাজুল ইসলাম নামের ২০ বছর বয়সী এক যুবকের লিভার ট্রান্সপ্ললান্ট সম্পন্ন করে। অত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে ৫০ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম একটানা ১৮ ঘন্টাব্যাপী এই ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে। দেশের কোন সরকারী হাসপাতালে এটি প্রথম লিভার ট্রান্সপ্লান্ট।

ট্রান্সপ্লান্ট সম্পন্ন হওয়ার পর বর্তমানে লিভার দাতা রোগীর মা এবং রোগী ২০ বছরের যুবক আশানুরূপ সুস্থ আছেন। চিকিৎসা পরবর্তী প্রথম সাত দিন নিবিড় পরিচর্যায় তাদেরকে রাখা হয়।

চিকিৎসকরা জানান, কোন রোগীর যদি লিভার সিরোসিস হয়ে যায়, তাহ’লে তার একমাত্র চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট। যে চিকিৎসায় বাংলাদেশে কমপক্ষে ৫০ লাখ টাকা এবং দেশের বাইরে প্রায় এক কোটি টাকা ব্যয় করতে হয়। দেশে লিভার ট্রান্সপ্ললান্টের উল্লেখযোগ্য চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতিবছর কমপক্ষে পাঁচ শতাধিক রোগী বিদেশে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করিয়ে থাকে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে দেশে মোট ৪টি লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়। যার দু’টি ল্যাবএইড এবং দু’টি বারডেম জেনারেল হাসপাতালে। সেখানে সফলতা ছিল ৫০ ভাগ। দেশে বেসরকারী হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট করতে যে খরচ হয়, তার অর্ধেক খরচে বিএসএমএমইউতে ট্রান্সপ্লান্ট করা সম্ভব।






চাঁদপুরে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রির অভিযোগ!
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু। জানাযায় আসেনি ছেলে-মেয়ে বা কোন আত্মীয়-স্বজন
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
আদায় অযোগ্য খেলাপি ঋণ ১ লাখ ২৮ হাযার কোটি টাকা
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা
হিমালয়ের বরফ গলে মহাসংকটে উপমহাদেশের ২০০ কোটি মানুষ
কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর মৃত্যু
সঊদী অর্থায়নে দেশজুড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ নির্মিত হবে
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ফ্রান্স থেকে ৯ হাযার কি.মি. হেঁটে ওমরাহ পালন
বন্য প্রাণী পারাপারে উড়ালসেতু!
আরও
আরও
.