ছোট বেলাইল, বগুড়া ৭ই ডিসেম্বর শুক্রবার : অদ্য সকাল ১১-টায় যেলা শহরের তিনমাথা রেলগেইট সংলগ্ন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে আল-‘আওন-এর যেলা কমিটি গঠন ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি গঠন ও ক্যাম্পিংয়ে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন, সহ-সভাপতি জাহিদ হাসান, প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া যেলা  ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আল-আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডা. ফরহাদকে সভাপতি ও আবুবকরকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন বগুড়া যেলার ২০১৭-২০১৯ সেশনের কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৩৫ জনের ব্লাড গ্রুপিং ও ৭২ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং

বহরমপুর, হরিপুর, ঠাকুরগাঁও ১২ই নভেম্বর সোমবার : অদ্য বাদ যোহর যেলার হরিপুর থানাধীন বহরমপুর আহলেহাদীছ জামে মসজিদে ঠাকুরগাঁও যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি আফতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে ৪০ জনের ব্লাড গ্রুপিং ও ২০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

রাণীশংকৈল, ঠাকুরগাঁও ১৪ই নভেম্বর বুধবার : অদ্য বাদ এশা যেলার রাণীশংকৈল থানাধীন ভরনিয়া হাইস্কুল মাঠে ঠাকুরগাঁও যেলা আল-‘আওন-এর উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি আফতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যেলা আল-‘আওনের অর্থ সম্পাদক আব্দুল হামীদ, দফতর সম্পাদক আহমাদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পিংয়ে ২৫ জনের ব্লাড গ্রুপিং ও ১৪ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

মাদারবাড়িয়া, পাবনা ২৩শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মাদারবাড়িয়া উত্তরপাড়া নতুন আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে পাবনা যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি ইকবাল বিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে ১০ জনের ব্লাড গ্রুপিং ও ১১ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

পশ্চিম বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও ২৫শে নভেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার হরিপুর থানাধীন পশ্চিম বনগাঁও মাদরাসা মাঠে ঠাকুরগাঁও যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি আফতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে ৩০ জনের ব্লাড গ্রুপিং ও ৯ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

হারাগাছপাড়া, ঠাকুরগাঁও ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন হারাগাছপাড়া দাখিল মাদরাসা মাঠে ঠাকুরগাঁও যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুয্যাম্মেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে ১২ জনের ব্লাড গ্রুপিং ও ৫ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

চরমিরকামারী, ঈশ্বরদী, পাবনা ৭ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার ঈশ্বরদী চরমিরকামারী মসজিদুত তাক্বওয়া প্রাঙ্গণে পাবনা যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে ১৯ জনের ব্লাড গ্রুপিং ও ১৯ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।






ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমীরে জামা‘আতের পাঁচদিনব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
যেলা কমিটি পুনর্গঠন
সুধী সমাবেশ
যেলা সম্মেলন \ যশোর (‘আহলেহাদীছ আন্দোলন’-এর দাওয়াত সর্বত্র পৌঁছে দিন) - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
মাওলানা আব্দুল খালেক রহমানীর মৃত্যু সংবাদ
প্রকৃত ইসলামী শিক্ষাই সমাজে শান্তি আনতে পারে - -আমীরে জামা‘আত
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
মৃত্যু সংবাদ
প্রবাসী সংবাদ (জেদ্দা শাখা পুনর্গঠন)
আরও
আরও
.