দীর্ঘ প্রায় তিন যুগ পর আবার চালু হচ্ছে বসনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ। ১৯৯০ এর দশকে যুদ্ধের সময় মসজিদটি ধ্বংস করেছিল সার্ব সৈন্যরা। এত বছর পর আবার এই প্রাচীন মসজিদটি চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরের ৭ই মে নতুন করে ছালাতের জন্য খুলে দেয়া হবে সেটি। ওছমানীয় খিলাফত কালে বসনিয়ার পূর্বাঞ্চলীয় ফোকা শহরে নির্মিত এই মসজিদটির নাম আলাকা মসজিদ, যেটি যুদ্ধের সময় সার্ব সৈন্যরা ধ্বংস করে ফেলেছিল।

বসনিয়ার রত্ন নামে পরিচিত মসজিদটিকে কেউ কেউ বলে বিউটি অব ফোকা। ২০১৪ সালে মসজিদটি নতুন করে নির্মাণের কাজ শুরু করে তুরস্কের ডিরেক্টরেট জেনারেল অব ফাউন্ডেশন। সম্পূর্ণ তুর্কি অর্থায়নে আবার চালু হবে প্রাচীন এই মসজিদ। ইসলামিক ইউনিয়ন অব বসনিয়া হার্জেগোভিনা এক বিবৃতিতে জানিয়েছে, বসনিয়ার আগামী মসজিদ দিবসে (৭ই মে) এটি চালু হবে।

বলকান অঞ্চলের ছোট্ট দেশটি বহু বছর যুদ্ধের পর সার্বিয়ার কাছ থেকে স্বাধীন হয়েছে। সার্ব সৈন্যরা বসনীয় মুসলিমদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে- যার মধ্যে ১৯৯৫ সালের ৭ই মে’র সেব্রেনিচা গণহত্যা ইতিহাস বিখ্যাত। সেদিন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর সামনেই হত্যা করা হয় কয়েক হাযার মুসলিমকে। বসনিয়া ইসলামিক ইউনিয়নের তথ্যমতে, ঐ যুদ্ধে ৬১৪টি মসজিদ, ২১৮টি ছালাত কক্ষ, ৬৯টি কুরআন শিক্ষা কেন্দ্র, ৩৭টি কবরস্থান এবং ৪০৫টি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপনা ধ্বংস করা হয়। এছাড়া অন্তত ১০০ জন ইমামকে হত্যা করা হয়।

১৫৪৯ সালে নির্মিত হয়েছিল আলাকা মসজিদ যা বসনিয়ার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। ওছমানীয় যুগের স্থাপত্য নকশায় এটি তৈরী করা হয়েছিল। কিন্তু সার্ব সেনার এক বিস্ফোরণে মসজিদটি গুঁড়িয়ে দেয়। সে সময় মসজিদের পাথরগুলো দূরে নিয়ে ফেলা হয়। তখন আশপাশের আরো ১২টি মসজিদ ধ্বংস করেছিল সার্বিয়ার সৈন্যরা।






নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
নির্বাচনে জয় লাভের পর মাহাথিরের সেই আলোচিত টুইট
মিসরীয় পার্লামেন্টে আসছে নেকাব নিষিদ্ধের বিল
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
সঊদী প্রিন্সের মৃত্যুদন্ড কার্যকর
স্বাধীনতার পর প্রথমবারের মত বাংলাদেশের বন্দরে পাকিস্তানী পণ্যবাহী জাহায
দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
অবরুদ্ধ গাযায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে
মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের ফুল ও খাবার ছাড়া অন্য উপহার নেওয়া নিষিদ্ধ
তুরস্কে কুরআন হিফয করায় ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা
আরও
আরও
.