কানাডার কুইবেক রাজ্যের সুপ্রিম কোর্ট ৩রা অক্টোবর রানিয়া আল-আলাউল এক মুসলিম নারীর হিজাবের পক্ষে এক যুগান্তকারী রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট মুসলিম নারীর হিজাবের পক্ষে রায় দেয়। রায়ে বিচারক বলেন, কুইবেকের আইন ধর্মীয় উদ্দেশ্যে পরিধান করা কোন নারীর মাথা ঢেকে রাখার পোশাকের বিরুদ্ধে যায় না, যদি না তা জনস্বার্থ বিরোধী কোন কাজে ব্যবহৃত হয়।

জানা যায়, ২০১৫ সালে কানাডার কুইবেকে বসবাসরত রানিয়া আল-আলাউলের গাড়ি বাযেয়াফ্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি মামলা করেন। আদালতের বিচারক ইলিয়ানা মারেনগো শুনানির পূর্বে তার হিজাব খুলে ফেলার নির্দেশ দেন। কিন্তু রানিয়া তাতে রাযী হননি। এ পর্যায়ে বিচারক রানিয়া আল-আলাউলকে বলেন, ‘যদিও মামলাটির শুনানি করা আবশ্যক কিন্তু একই সাথে আপনার পোশাক মামলা শুনানি করার জন্য উপযুক্ত নয়’। ফলে রানিয়া বিচার পাননি। এ অন্যায়ের প্রতিবাদে তার নিযুক্ত আইনজীবী নিম্ন আদালতের বিরুদ্ধে ২০১৬ সালে কুইবেকের সুপ্রিম কোর্টে আপীল করেন।

কুইবেকের সুপ্রিম কোর্ট গত ৩রা অক্টোবর নিম্ন আদালতের রায়টি বাতিল করে দিয়ে রানিয়া আল-আলাউলকে যথাযথ সুবিচার দিতে অস্বীকার করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। সুপ্রিম কোর্ট একই সাথে রানিয়া আল-আলাউলের নিজস্ব ধর্ম বিশ্বাস অনুযায়ী পোশাক পরিধানের অধিকার রয়েছে বলে মত দেন।

[ধন্যবাদ কানাডার সুপ্রিম কোর্টকে। বিশ্বের অন্যান্য দেশ এরায়ের অনুসরণ করবে বলে আশা করি (স.স.)]






২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
বোরক্বা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
ভারতে মহামারী রূপ নিচ্ছে ক্যান্সার : বেড়েছে ৩০০ শতাংশ!
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
স্বদেশ-বিদেশ
ক্যাসিনো-শহর লাসভেগাসের হৃৎপিন্ডে গড়ে উঠেছে মুসলিম ভিলেজ
৬২% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অতিরিক্ত লবণ
যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ
আগামী বছর ভারতের বড় শহরগুলোয় পানি শুকিয়ে যাবে!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস (গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট)
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
আরও
আরও
.