কানাডার
কুইবেক রাজ্যের সুপ্রিম কোর্ট ৩রা অক্টোবর রানিয়া আল-আলাউল এক মুসলিম নারীর
হিজাবের পক্ষে এক যুগান্তকারী রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট মুসলিম নারীর
হিজাবের পক্ষে রায় দেয়। রায়ে বিচারক বলেন, কুইবেকের আইন ধর্মীয় উদ্দেশ্যে
পরিধান করা কোন নারীর মাথা ঢেকে রাখার পোশাকের বিরুদ্ধে যায় না, যদি না তা
জনস্বার্থ বিরোধী কোন কাজে ব্যবহৃত হয়।
জানা যায়, ২০১৫ সালে কানাডার কুইবেকে বসবাসরত রানিয়া আল-আলাউলের গাড়ি বাযেয়াফ্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি মামলা করেন। আদালতের বিচারক ইলিয়ানা মারেনগো শুনানির পূর্বে তার হিজাব খুলে ফেলার নির্দেশ দেন। কিন্তু রানিয়া তাতে রাযী হননি। এ পর্যায়ে বিচারক রানিয়া আল-আলাউলকে বলেন, ‘যদিও মামলাটির শুনানি করা আবশ্যক কিন্তু একই সাথে আপনার পোশাক মামলা শুনানি করার জন্য উপযুক্ত নয়’। ফলে রানিয়া বিচার পাননি। এ অন্যায়ের প্রতিবাদে তার নিযুক্ত আইনজীবী নিম্ন আদালতের বিরুদ্ধে ২০১৬ সালে কুইবেকের সুপ্রিম কোর্টে আপীল করেন।
কুইবেকের সুপ্রিম কোর্ট গত ৩রা অক্টোবর নিম্ন আদালতের রায়টি বাতিল করে দিয়ে রানিয়া আল-আলাউলকে যথাযথ সুবিচার দিতে অস্বীকার করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। সুপ্রিম কোর্ট একই সাথে রানিয়া আল-আলাউলের নিজস্ব ধর্ম বিশ্বাস অনুযায়ী পোশাক পরিধানের অধিকার রয়েছে বলে মত দেন।
[ধন্যবাদ কানাডার সুপ্রিম কোর্টকে। বিশ্বের অন্যান্য দেশ এরায়ের অনুসরণ করবে বলে আশা করি (স.স.)]