ইসলামী সম্মেলন

মানুষের স্বভাবধর্ম ইসলামের দিকেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে

-মুহতারাম আমীরে জামা‘আত

মনিপুর, গাযীপুর ২৮ ও ২৯ জানুয়ারী বৃহষ্পতি ও শুক্রবার: গত ২৮ জানুয়ারী বিকাল ৪-টায় মনিপুর বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর যেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উক্ত কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানব শিশু স্বভাবধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে পিতামাতার কারণে সে ইহুদী, নাছারা, অগ্নি উপাসক ইত্যাদি ভ্রান্ত পথে ধাবিত হয়। কোন পথে মানুষ শান্তি খুঁজে পায় না। এজন্য এক সময় তাকে অবলীলায় ইসলামের চিরন্তন জীবনাদর্শের দিকেই ফিরে আসতে হয়। তিনি বলেন, বিদায় হজ্জের ভাষণে শেষনবী মুহাম্মাদ (ছাঃ) তাঁর রেখে যাওয়া পবিত্র কুরআন ও হাদীছকে যেকোন মূল্যে অাঁকড়ে ধরার জন্য মানব জাতির প্রতি আহবান জানিয়ে গেছেন। তাই আমাদেরকে সবকিছু ছেড়ে সেদিকেই ফিরে যেতে হবে। নইলে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ সম্ভব হবে না। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম ও ‘বাংলাদশে আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব ও হাফেয আব্দুল আলীম (ঝিনাইদহ), যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক কাযী আমীনুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বর রফীকুল ইসলাম প্রমুখ। এছাড়া যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশ

বুড়িচং. কুমিল্ল­া ৫ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্ল­া যেলার যৌথ উদ্যোগে বুড়িচং আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্ল­াহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইউসুফ, বাহরাইন প্রবাসী মুহাম্মাদ আব্দুল জলীল প্রমুখ।

কর্মী প্রশিক্ষণ

জলাইডাঙ্গা, রংপুর ২৫ জানুয়ারী সোমবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর সাংগঠনিক যেলার উদ্যোগে মিঠাপুকুর থানাধীন জলাইডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়ারেছ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে যেলা ‘যুবসংঘ’-এর বিভিন্ন এলাকা ও শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

কোমরগ্রাম, জয়পুরহাট ২৯ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে কোমরগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। প্রশিক্ষণে যেলা ‘যুবসংঘ’-এর বিভিন্ন এলাকা ও শাখা দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন কলেজ ও মাদরাসার বিপুল সংখ্যক ছাত্র উপস্থিত ছিলেন।

ডাকবাংলা বাজার, ঝিনাইদহ ২৬ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ঝিনাইদহ সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকুব হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এ.এস.এম. আযীযুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ। অনুষ্ঠানে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যেলা নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশ

রাজশাহী ২৪ জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী (উত্তর) সাংগঠনিক যেলার উদ্যোগে মোহনপুর থানাধীন মৌগাছী আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা  ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার দফতর সম্পাদক জনাব নিযামুদ্দীন, মোহনপুর এলাকা  ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত সমাবেশে মুহাম্মাদ আফাযুদ্দীনকে সভাপতি, মুহাম্মাদ আশরাফুল ইসলামকে সহ-সভাপতি ও মুস্তাক্বীমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট রাজশাহী (উত্তর) যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

নীলফামারী ২৫ জানুয়ারী সোমবার : অদ্য সকাল ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার জলঢাকা থানাধীন শৌলমারী সোনামণি কেজি স্কুলে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী যেলার সহ-সভাপতি আলহাজ্জ ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান। উক্ত বৈঠকে মুহাম্মাদ আব্দুল জলীলকে সভাপতি, মুহাম্মাদ আনীসুর রহমানকে সহ-সভাপতি ও মুহাম্মাদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নীলফামারী যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

মুরাদনগর, কুমিল্ল­া ৬ ফেব্রুয়ারী শনিবার : অদ্য সকাল ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নবীপুর শাখার  উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকা সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হান্নান, নবীপুর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাক্বছূদ প্রমুখ। উল্লেখ্য, সঊদী আরবের আল-খাবযী শাখা ‘আন্দোলন’-এর সভাপতি তুফায্যল হোসাইনের সার্বিক সহযোগিতায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিলা সমাবেশ

জলাইডাঙ্গা, রংপুর ২৫ জানুয়ারী সোমবার : অদ্য বাদ মাগরিব রংপুর যেলার মিঠাপুকুর থানাধীন জলাইডাঙ্গায় ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ রংপুর যেলার উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম। দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। সমাবেশে অত্র গ্রামের বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।






আরও
আরও
.