সূর্য ওঠে পূর্ব দিকে

পশ্চিমে তার অস্ত,

সময়টা খুব অল্প রে-ভাই

দ্বীনেতে হও ন্যস্ত।

ওরে বোকা, ওরে নির্বোধ

ভাবছো না তো আজ,

পর জগতের জন্য তুমি

করছো কেমন কাজ?

কৃষক যদি অসময়ে

করে বীজ বপন,

পায় না সে তো জমি থেকে

উত্তম রূপে ফলন।

আসবে যখন বিভীষিকা,

জীবন অবসান

সেই সময়ের কথা ভাবো

খোঁজ পরিত্রাণ।

ইসমাঈল হোসাইন

ডাকিয়াপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।






আরও
আরও
.