শিরকের মেঘে ঢাকা আজি তাওহীদের আকাশ,
আক্বীদা-আমলে সুন্নাহর নামে বিদ‘আতের প্রকাশ।
কথায় কথায় শিরনী খাওয়ার চলছে আয়োজন,
রাসূল বিধান দিলেন কি-না, নেইকো প্রয়োজন।
দরগা ঘুরে চাওয়া-পাওয়া, মাযারে সিজদা করি,
এ কোন্ দ্বীন শেখা হ’ল, কোন্ হেদায়াত ধরি?
কবরকে বানিয়েছি মসজিদ, গাই না‘তের ছলে গান,
তিন-চল্লিশায় ব্যবহার হয় পবিত্র কুরআন।
চাঁদা তুলে পাড়ায় পাড়ায় জালসা আয়োজন,
কুরআন-হাদীছ নেই তো সেথায়, সস্তা আলাপন।
নবী বলেন, বিদ‘আত সবই ভ্রষ্টতা-গোমরাহী
তবুও আমরা শিরক মানি, বিদ‘আতের গান গাহি।
আখেরাতে মুক্তি পেতে শিরক-বিদ‘আত ভুলি,
এসো সবাই নবীর দেয়া হেদায়াত মেনে চলি।
তাওহীদের দাওয়াত নিয়ে উঠো হে নওজোয়ান,
পরিশুদ্ধ ঈমানের বলে হও সবে বলিয়ান।
আহবান করো পথহারাদের ছহীহ দ্বীনের পানে,
ছহীহ আক্বীদা, বিশুদ্ধ আমল থাক সবার জীবনে।
হোক প্রতিজ্ঞা, চলুক প্রচেষ্টা, থাকুক ভালোবাসা,
শিরক-বিদ‘আত দূর হোক, ছহীহ সুন্নাহ জিন্দাবাদ
এটাই প্রত্যাশা।
-মিছবাহুল হক
গোদাগাড়ী, রাজশাহী।