দায়িত্বশীল প্রশিক্ষণ

হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ৯ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা উপযেলাধীন হাটগাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে বাগমারা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান।

তা‘লীমী বৈঠক

বেজোড়া, পবা, রাজশাহী ১৭ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন বেজোড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদরের অন্তর্গত পবা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা জাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক ক্বারী আবু বকর, দফতর সম্পাদক ডা. মুহাম্মাদ মুহসিন, পবা-পশ্চিম উপযেলার প্রচার সম্পাদক খন্দকার আব্দুস সুবহান, দারুশা এলাকার সভাপতি আযীযুর রহমান ও সদর যেলা ‘যুবসংঘে’র ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুঈনু্দ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন পবা-পশ্চিম উপযেলার সহ-সভাপতি ইস্রাফীল হোসাইন।

ভড়ুয়াপাড়া, বেলপুকুর, রাজশাহী ২২শে নভেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সদস্য মুহাম্মাদ আব্দুর রাযযাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, শূরা সদস্য মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক মোফাক্ষার হোসাইন, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রহীম, বানেশ্বর গরুহাটা আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা জালালুদ্দীন প্রমুখ।

মাসিক ইজতেমা

রংপুর ৩০শে নভেম্বর সৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা শহরের খামারবাড়ী রোডস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতীকুর রহমান, পীরগঞ্জ উপযেলার সাধারণ সম্পাদক আশীকুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মতীউর রহমান ও সাধারণ সম্পাদক মফীযুল ইসলাম প্রমুখ।

উপযেলা কমিটি গঠন

কলমাকান্দা, নেত্রকোণা ১লা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার কলমাকান্দা থানাধীন ডাইয়ারকান্দা বাজারস্থ ইসলামী দাওয়াহ সেন্টার ও সোনামণি পাঠাগারে নেত্রকোণা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে আমীরে জামা‘আত মনোনীত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে বাকীদের নিয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

মুক্তাগাছা, ময়মনসিংহ-দক্ষিণ ৩রা ডিসেম্বর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা বটতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে মুক্তাগাছা উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে উপযেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী আলহাজ্জ আযহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভা শেষে হাফেয মতীউর রহমানকে সভাপতি ও হারূণুর রশীদকে সাধারণ সম্পাদক মোট ১১ সদস্য বিশিষ্ট উপযেলা যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

কেন্দ্রীয় দাঈর সফর

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১২ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত নাটোর বগুড়া ও জয়পুরহাট যেলার বিভিন্ন এলাকায় দাওয়াতী সফর করেন। সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নরূপ :

১২ই নভেম্বর রবিবার বাদ যোহর নাটোর যেলার গুরুদাসপুর থানাধীন বৃ-গরিলা আহলেহাদীছ জামে মসজিদ, বাদ মাগরিব মহারাজপুর পূর্বপাড়া, বাদ এশা মহারাজপুর মুক্তবাজার; ১৩ই নভেম্বর সোমবার বাদ ফজর মহারাজপুর নতুনপাড়া, বাদ যোহর হাঁসমারী, বাদ আছর বড়াইগ্রাম লক্ষ্মীকোল, বাদ মাগরিব মহারাজপুর হাফেযিয়া মাদ্রাসা; ১৫ই নভেম্বর বুধবার বাদ মাগরিব শাহ জাহানপুর থানাধীন কৌচাদহ; ১৬ই নভেম্বর বৃহস্পতিবার বাদ ফজর কামারপাড়া, বাদ মাগরিব বড় পাথার বালিয়া দিঘী; ১৭ই নভেম্বর শুক্রবার বাদ ফজর কামারপাড়া হাটখোলা, কামারপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা, বাদ মাগরিব গাবতলী থানাধীন নশিপুর; ১৮ই নভেম্বর শনিবার সকাল ৭-টায় নশিপুর ইছলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা, বাদ মাগরিব দুপচাচিয়া থানাধীন মাজিন্দা; ১৯শে নভেম্বর রবিবার বাদ ফজর নূরপুর দক্ষিণপাড়া এবং বাদ যোহর জয়পুরহাট যেলার আক্কেলপুর থানাধীন পূর্ব গোবিন্দপুর আহলেহাদীছ জামে মসজিদে দাওয়াতী সফর করেন।

সোনামণি

(গত সংখ্যার পর)

(১৬) গত ১৭ই নভেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক মফীযুল ইসলামের উপস্থিতিতে মুহাম্মাদ মামূনুর রশীদকে পরিচালক করে বাগেরহাট যেলা পুনর্গঠন করা হয় (১৭) ১লা ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের পরামর্শক্রমে আব্দুর রবকে পরিচালক করে বগুড়া যেলা (১৮) ১লা ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের উপস্থিতিতে রেযাউল ইসলামকে পরিচালক করে কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা (১৯) ১লা ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের উপস্থিতিতে মীযানুর রহমানকে পরিচালক করে কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা (২০) ১লা ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈমের উপস্থিতিতে আব্দুর রহমানকে পরিচালক করে চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা (২১) ২রা ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক আবু তাহের মেছবাহর উপস্থিতিতে মুহাম্মাদ আব্দুস সাত্তারকে পরিচালক করে কুমিল্ল­া যেলা (২২) ৬ই ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের উপস্থিতিতে সারোয়ার মেছবাহকে পরিচালক করে রাজশাহী -পূর্ব সাংগঠনিক যেলা (২৩) ৮ই ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হানের উপস্থিতিতে মুহাম্মাদ নাছরুল্লাহকে পরিচালক করে সিরাজগঞ্জ সাংগঠনিক যেলা (২৪) ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের উপস্থিতিতে সাজিদ শাহরিয়ারকে পরিচালক করে চুয়াডাঙ্গা যেলা (২৫) ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলামের উপস্থিতিতে নযরুল ইসলামকে পরিচালক করে ঝিনাইদহ যেলা (২৬) ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈমের উপস্থিতিতে মুছতফা আলমকে পরিচালক করে পঞ্চগড় যেলা (২৭) ১৬ই ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈমের উপস্থিতিতে মুহাম্মাদ আব্দুল্লাহকে পরিচালক করে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা (২৮) ১৬ই ডিসেম্বর কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলামের উপস্থিতিতে মুস্তাফীযুর রহমানকে পরিচালক করে লালমনিরহাট যেলা পুনর্গঠন করা হয়।

নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া ১লা ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ আলী মুর্তাযা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম।

ঝাউবোনা, চারঘাট, রাজশাহী ১৩ই ডিসেম্বর বুধবার : অদ্য সকাল ৮-টায় যেলার চারঘাট থানাধীন ঝাউবোনা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মাতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান ও মাহফূয আলী।

বিডিআর হাট, সদর, লালমণিরহাট ১৬ই ডিসেম্বর শনিবার : অদ্য বাদ যোহর সদর যেলার থানাধীন বিডিআর হাট আল- মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলাম ও রাজশাহী সদর সাংগঠনিক যেলা পরিচালক ইমরুল কায়েস।






সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আলোচনা সভা, তা‘লীমী বৈঠক; ঈদ সামগ্রী ও ফিৎরা বণ্টন
মারকায সংবাদ
ত্রাণ বিতরণ
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের লাশ দাফনে স্বেচ্ছাসেবক টীম গঠন
যেলা সম্মেলন : ময়মনসিংহ ২০২২
সুধী সমাবেশ
আরও
আরও
.