অদ্য বেলা ২-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, কালদিয়া, বাগেরহাটে ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আববাসুদ্দীন ইলিয়াস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাঃ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী এবং ‘সোনামণি’-এর প্রথম পরিচালক মুহাঃ আযীযুর রহমান প্রমুখ। অতঃপর বাদ মাগরিব মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়ায মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপীর্ণ বক্তব্য পেশ করেন।







আরও
আরও
.