ঢাকা ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর হ’তে মাগরিব পর্যন্ত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে যেলা কার্যালয় ২২০ বংশাল রোড ঢাকার দ্বিতীয় তলায় মহিলাদের মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ, ঢাকার খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন স্থানীয় বায়তুল মামূর জামে মসজিদের খতীব মাওলানা শামসুর রহমান আযাদী। উল্লেখ্য যে, পাশের কক্ষে সমবেত মহিলাদের উদ্দেশ্যে প্রথমে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র আহবায়িকা মুসাম্মাৎ শামসুন্নাহার। অতঃপর সাউন্ড বক্সের সাহায্যে অপর কক্ষ থেকে মূল আলোচকগণ আলোচনা পেশ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ফযলুল হক সহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থ সহ কুরআন তেলাওয়াত করেন হাফেয মুহাম্মাদ ফয়ছাল এবং মহিলাদের মধ্যে তেলাওয়াত করে মারিয়াম বিনতে আযীমুদ্দীন। অনুষ্ঠানে বংশাল ও পার্শ্ববর্তী মহল্লা থেকে প্রায় ৫০ জন মহিলা যোগদান করেন। উল্লেখ্য যে, এখন থেকে প্রতি ইংরেজী মাসের ১ম শুক্রবার বাদ আছর অত্র কার্যালয়ে নিয়মিত মহিলাদের মাসিক ইজতেমা এবং সপ্তাহে একদিন বাদ আছর মহিলাদের তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।






আরও
আরও
.