সাতক্ষীরা ২৪শে ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর শহরের ঐতিহ্যবাহী আব্দুর রায্যাক পার্কে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, সকল ধর্ম ও বর্ণের সকল মানুষ আমরা একই পিতা আদমের সন্তান। আমাদের সকলেরই সৃষ্টিকর্তা আল্লাহ। তাঁর দেওয়া জীবন ও সম্পদ নিয়ে তাঁরই গড়া পৃথিবীতে আমরা বসবাস করি। অতএব আসুন! আমরা আমাদের সার্বিক জীবনে তাঁরই আনুগত্য করি এবং পারস্পরিক হিংসা ও ভেদাভেদ ভুলে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম,  খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। এতদ্ব্যতীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মুশতাক আহমাদ রবি এবং পৌর মেয়র তাসকীন আহমাদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।






আরও
আরও
.