
২৫শে ডিসেম্বর বুধবার কুষ্টিয়া-পূর্ব : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব ও পশ্চিম, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সাংগঠনিক যেলার উদ্যোগে কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা শহরের উপকণ্ঠে ঝিনাইদহ রোডস্থ রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আলী মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান।
২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর: অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রংপুর-পূর্ব, পশ্চিম, নীলফামারী -পূর্ব ও পশ্চিম, লালমণিরহাট, কুড়িগ্রাম-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে রংপুর যেলা শহরের মুসলিমপাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মুতীউর রহমান। একই দিন বাদ আছর তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান বক্তব্য পেশ করেন।
২৮শে ডিসেম্বর শনিবার যশোর: অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, মাগুরা ও নড়াইল সাংগঠনিক যেলার উদ্যোগে যশোর যেলার সদর থানাধীন আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যশোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।
২রা জানুয়ারী বৃহস্পতিবার ময়মনসিংহ-উত্তর : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর-দক্ষিণ, শেরপুর ও নেত্রকোণা যেলার উদ্যোগে ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার ধোবাউড়া উপযেলাধীন মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ।
১১ই জানুয়ারী শনিবার রাজশাহী: অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর, পূর্ব ও পশ্চিম, নাটোর, নওগাঁ, চাঁপাই-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ মসজিদে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক দুররুল হুদা।
১১ই জানুয়ারী শনিবার বগুড়া: অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে বগুড়া যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার।