হাট গাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২৪শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ আছর রাজশাহী যেলার বাগমারা উপযেলাধীন হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও ‘সোনামণি’ হাট গাঙ্গোপাড়া এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম এবং ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্ল­াহ বিন ইসমাঈল, নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হোসাইন, হাট গাঙ্গোপাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আহমাদ আলী, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক যিল­ুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি  আইয়ূব আলী।






আলোচনা সভা
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
সংগঠন সংবাদ
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
গ্রন্থপাঠ প্রতিযোগিতা (মারকায সংবাদ)
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান-এর মৃত্যু সংবাদ
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আন্দোলন (দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন)
যুবসংঘ
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আরও
আরও
.