
১৯শে নভেম্বর মঙ্গবার কুলাউড়া, মৌলভীবাজার: অদ্য বিকাল ৩-টা হ’তে যেলার কুলাউড়া থানাধীন ‘ডাক বাংলা’ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও মসজিদ আত-তাওহীদ এন্ড ইসলামিক সেন্টার, দক্ষিণ মাগুরা, কুলাউড়ার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাসঊদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে’র চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স-এর প্রিন্সিপাল ড. মুকাররম বিন মুহসিন, নারায়ণগঞ্জ বায়তুল মা‘মূর আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাহমূদ বিন কাসিম, যেলা আন্দোলন-এর সভাপতি মুহাম্মাদ ছাদেকুন নূর, সাধারণ সম্পাদক আবু মুহাম্মাদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আত-তাক্বওয়া মসজিদ, সিলেটের মুতাওয়াল্লী মুহাম্মাদ আব্দুছ ছবূর চৌধুরী।