নওদপাড়া, রাজশাহী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর ‘সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক মুহতারাম আমীরে জামা‘আত ‘আন্দোলন’-এর আমেলা সদস্যবৃন্দের সাথে পরামর্শক্রমে ২০১৭-২০১৯ সেশনের জন্য ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালনা পরিষদ মনোনয়ন দেন। অতঃপর সকাল ৯-টায় অনুষ্ঠিত সোনামণি সম্মেলনে নবমনোনীত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নাম ঘোষণা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। পরিচালনা পরিষদের নাম :
দায়িত্ব | নাম |
পরিচালক | মুহাম্মাদ আব্দুল হালীম (রাজশাহী) |
সহ-পরিচালক-১ | রবীউল ইসলাম (নওগাঁ) |
সহ-পরিচালক-২ | যয়নুল আবেদীন (দিনাজপুর) |
সহ-পরিচালক-৩ | আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) |
সহ-পরিচালক-৪ | হাবীবুর রহমান (রাজশাহী) |
সহ-পরিচালক-৫ | আবু হানীফ (নওগাঁ) |