যুক্তরাজ্যের একটি বায়ু বিদ্যুৎ কোম্পানি সাগর উপকূলে সবচেয়ে শক্তিশালী বায়ু টার্বাইন দিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ২ লাখ ৩০ হাযার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ৮ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে ১৯৫ মিটার লম্বা টার্বাইন। এর ব্লেডগুলো হবে ৮০ মিটার লম্বা। এগুলো একবার ঘোরলেই একটি বাড়ির জন্য ২৯ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদিত হবে। এ ধরনের ৩২টি টার্বাইন ব্যবহার করবে কোম্পানিটি। কোম্পানির প্রধান নির্বাহী হেনরিক পলসেন বলেন, এ প্রকল্পই বলে দিচ্ছে যে, উপকূলে বায়ু বিদ্যুৎ শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। উদ্ভাবনীর মাধ্যমে এ শিল্প বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে এবং বিশ্বব্যাপী এ শিল্পের বিকাশে সহায়ক হবে। লিভারপুল সিটি অঞ্চলের মেয়র স্টিভ রথারম বলেন, উপকূলে বায়ু বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানীর উৎস আরও সহজলভ্য হবে।

[বাংলাদেশের ধনিক শ্রেণী এদিকে নযর দিলে জাতি উপকৃত হবে (স.স.)]






আরও
আরও
.