খুবি প্রকৌশলীদের রোবট উদ্ভাবন

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একদল তরুণ প্রকৌশলী উদ্ভাবন করেছেন মানুষের বিভিন্ন কাজ বিশেষ করে ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক কাজ করতে সক্ষম ‘রোবটিক আর্ম’। যা মানুষের হাতের বিকল্প হিসাবে গৃহস্থালির কাজ থেকে শুরু করে শিল্পক্ষেত্রের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ খুব সহজে অল্প সময়ে করতে সক্ষম। একই কাজ মানুষের জন্য বারবার করা বিরক্তিকর ও কষ্টদায়ক। এমন বিরক্তিকর কাজও খুব সহজে এ যন্ত্র দ্বারা সম্পন্ন করা যায়। এ রোবটিক আর্ম সক্রিয় করতে প্রয়োজন একটি কম্পিউটার, বিভিন্ন ড্রাইভার সার্কিট, হেডফোন এবং রোবট সদৃশ যান্ত্রিক হাত। প্রথমে কম্পিউটার, ড্রাইভার সার্কিট ও রোবটিক আর্মকে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে এবং হেডফোনকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করলে ব্যবহারকারী তার কথার মাধ্যমে যন্ত্রটিকে ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে পারবেন।

প্রাণের উপযোগী নতুন গ্রহ আবিষ্কার

সৌর জগতের বাইরে আবিষ্কৃত একটি গ্রহে প্রাণের উপযোগী আবহাওয়া থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিদরা। ‘গ্লায়েজ ৫৮১’ নামের নতুন এ গ্রহটি খুব গরম নয় এবং খুব ঠান্ডাও নয়। গ্রহটির তাপমাত্রা প্রাণের অস্তিত্বের জন্য পুরোপুরিই অনুকূল। গ্রহটির কক্ষপথ ক্ষুদ্র লাল তারকা খচিত এবং এর ভর পৃথিবীর ভরের তিনগুণ বলেও জানান জ্যোতির্বিদরা। নতুন এ গ্রহটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে।

টিকটিকির অনুকরণে ইলেকট্রনিক প্রিন্টিং পদ্ধতি

যুক্তরাষ্ট্রের নরওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ইলিনয়ের গবেষকরা টিকটিকির কোন সারফেস অাঁকড়ে ধরে থাকার পদ্ধতির অনুসরণে রিভার্সিবল অ্যাডহেসল স্ট্যাম্প তৈরী করেছেন, যা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে সহজেই বহনযোগ্য হবে এবং সংযুক্ত করা যাবে। এমনকি এই স্ট্যাম্প কাপড়, প্লাস্টিক বা চামড়ার যেকোন জটিল সারফেসেও প্রিন্ট করা যাবে। গবেষকরা জানিয়েছেন, টিকটিকির পায়ের তলার প্যাডে মাইক্রো এবং ন্যানো ফিলামেন্ট থাকে। আর এই প্যাড ব্যবহার করে অাঁকড়ে ধরা বা ছেড়ে দেয়ার কাজটি করে টিকটিকি। আর টিকটিকির মতোই একই কাজ করে বর্গাকার এই পলিমার স্ট্যাম্প।

রোবট যখন ইংরেজীর শিক্ষক

সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার স্কুলে সহকারী ইংরেজী শিক্ষক হিসাবে ‘ইংকি’ নামক এক রোবটকে নিয়োগ দিয়েছে। প্লাষ্টিক এবং কম্পিউটারের বিভিন্ন সার্কিটের তৈরী এ রোবট শিক্ষকের পাশাপাশি শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের শিক্ষা দেবে। এই ইংকি শিক্ষক রিমোট কন্ট্রোলের মাধ্যমে শ্রেণীকক্ষের বাইরে থেকে নিয়ন্ত্রণ করবে আরেকজন শিক্ষক। এই রোবটটির মুখে স্ক্রিনে নিয়ন্ত্রণকারী শিক্ষকের মুখের আদল ফুটে উঠবে। আর এই শিক্ষক অনেক দূরে বসেও টেলিপ্রেজেন্স পদ্ধতিতে ইংরেজী শেখাতে পারবেন।






আরও
আরও
.