জাগো জাগো জাগো হে মুসলিম!

জাগো আল্লাহর কুরআনে

সম্মুখে কঠিন রয়েছে দুর্দিন,

থেক না বসে ঘুমের ভানে।

ইহুদী-নাছারা জেগেছে তারা,

মনগড়া শত মতে...;

তুমি কি জাগবে না? ওহে মুসলিম!

বিশ্ব নবীর (ছাঃ) তরীকাতে।

সৃষ্টি মাঝে শ্রেষ্ঠ তুমি

তোমার পাথেয় অহি-র বিধান,

এ সুমহান বিধান ভুলে কেন

বিজাতীয় বিধান কর সন্ধান?

নাই নাই নাই বিজাতির বিধানে,

এতটুকু  নাজাতের প্রত্যাশা,

বিজাতির মতাদর্শে সৃষ্টি হ’ল বিশ্বে

জঙ্গী-সন্ত্রাসী আর জিঘাংসা।

তোমার মগজ করেছে দখল

ওদের নোংরা সংস্কৃতি

তাই পুরুষ হয়ে টাখনু ঢাকো

দাড়ি চাছাই তোমার নীতি।

শ্রেষ্ঠ নে‘মত নারী জাতির

করলে না পর্দার  মূল্যায়ন,

দাইয়ূছ হয়ে জাহান্নামে যাবে

ব্যর্থ তোমার ঈমান রতন।

কালেমা ছালাত-ছিয়াম-হজ্জ ও যাকাত,

তাও বিদ‘আতীর মতাদর্শে

আল্লাহ ও নবীর পরিচয়ে

কুরআন মানো না কোন সাহসে?

এখনো ফিরে এসো হে মুসলিম!

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে,

নইলে সেদিন গায়ের গোশত,

ছিঁড়বে নিজেই আফসোসে।







আরও
আরও
.