উত্তর : ফরয ছাদাক্বা যাকাত, ওশর, ছাদাক্বাতুল ফিতর কেবল মুসলিম হকদারদের জন্য নির্দিষ্ট, অমুসলিমদের জন্য নয় (নববী, আল-মাজমূ‘ ৬/১৪২, ইবনু কুদামাহ, আল-মুগনী ২/৪৮৭)। তবে যদি তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য থাকে কিংবা তাদের কোন বিশিষ্ট জনের ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকে, তবে তাদেরকে ফরয ছাদাক্বা দেয়া যেতে পারে (তাওবা ৬০, বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব)।
প্রশ্নকারী :আল-আমীন, নাটোর।