উত্তর : কুরআন ও হাদীছে বর্ণিত দো‘আসমূহ দো‘আ হিসাবে বলার সময় সর্বনাম, বচন বা লিঙ্গ পরিবর্তন করে পাঠ করা যাবে। এ ব্যাপারে ইবনু তায়মিয়াহ, শায়খ বিন বাযসহ বিদ্বানগণ আলোকপাত করেছেন (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২২/৪৮৮; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৪০৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৩০৮)। যেমন রাসূল (ছাঃ) দো‘আ করার সময় আল্ল-হুম্মা রববানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতঁাও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতঁাও ওয়া ক্বিনা আযা-বান্না-র’ পড়েছিলেন (বুখারী হা/৪৫২২, ৬৩৮৯; বাক্বারাহ ২/২০১; মুসলিম হা/২৬৯০; মিশকাত হা/২৪৮৭; দ্র. ‘ছালাতুর রাসূল (ছাঃ)’)।
প্রশ্নকারী : নাজীদুল্লাহ, নযীপুর, নওগাঁ।