হে আল্লাহ! তাওফীক দাও করতে ধৈর্যধারণ,
অনুগত হই তব, দাও সুখের মরণ।
ফিরিয়ে নিওনা আমার থেকে তোমার মুখ
ক্ষমা কর দয়া কর দূর কর সব দুখ।
হে প্রভু! তোমাকে সিজদা করি হই অবনত
হস্ত-পদ মুখমন্ডল করি তব পদানত।
যতদিন বাঁচিয়ে রাখ ঠিক রাখ ঈমান
ঈমানের সাথে দিও মৃত্যু কর ভাগ্যবান।
হে প্রভু! শক্তি দাও, হেফাযত করতে লজ্জাস্থান
কঠিনকে কর সহজ, করতে সত্যের সন্ধান।
সঠিক পথের দিশা দাও, করতে অনুসরণ
তোমার অনুগ্রহে করি সৌভাগ্য অর্জন।
দয়াময়! ইসলামী ফিতরাতে মোরা হই উজ্জীবিত
দুর্যোগ-দুর্বিপাকে পড়ে না হই যেন পর্যুদস্ত।
রাসূলের দ্বীন মোদের ইব্রাহীমী মিল্লাত
ইবাদত করি তব দিন-রাত।
ইখলাছের উপর করি জীবন যাপন
ইয়াক্বীন-আক্বীদার সাথে তুমি দিও মরণ।
তোমার যিকিরে খুলে যায় মনের বাঁধন
প্রাণভরে তোমার নে‘মত করি আস্বাদন।
তোমার রহমতে ভরে দাও হৃদয় মোর
নেক বান্দাদের সাথে বাঁধি মোরা প্রীতি ডোর।
মুহাম্মাদ গিয়াছুদ্দীন
ইব্রাহীমপুর, ঢাকা।