চিকিৎসক হিসাবে খুব অল্প সময়েই সুনাম কুড়িয়েছিলেন ভারতের গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গৌরব গান্ধী। মাত্র ২০ বছরের চিকিৎসা জীবনে সফলভাবে ১৬ হাযারেরও অধিক হার্ট সার্জারী করেছেন তিনি। কিন্তু এবার নিজেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ৪১ বছর বয়সী এই হৃদরোগ বিশেষজ্ঞ। পুলিশের ভাষ্যমতে, প্রতিদিনের মতো ঐদিন রাতেও রোগী দেখে হাসপাতালের সময়সূচী শেষ করেন তিনি। এরপর রাতে নিজ বাসভবনে খাবার খেয়ে কিছুক্ষণ পর ঘুমাতে যান। পরদিন ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।







আরও
আরও
.