গৌরনদী, বরিশাল-পশ্চিম ১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার গৌরনদী থানা সদরের আত-তাক্বওয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান।

পটুয়াখালী ১৬ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের বাস টার্মিনালের দক্ষিণ পার্শ্বে অবস্থিত আস-সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্সে পটুয়াখালী যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম।

উলানিয়া, মেহেন্দীগঞ্জ, বরিশাল-পূর্ব ১৭ই ডিসেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া বাজার কাযীবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান ও কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম।

বরগুনা ১৮ই ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ডি. কে. পি. রোড আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ যাকির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান ও কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম। 







কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
যুবসংঘ (প্রশিক্ষণ)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
দায়িত্বশীল বৈঠক
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
যুবসংঘ যুবসমাবেশ (চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব; সাতক্ষীরা; বগুড়া; নীলফামারী-পশ্চিম; রাজশাহী-পশ্চিম)
উপযেলা সম্মেলন
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
মুনাযারা প্রশিক্ষণ কর্মশালা ২০২১ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরও
আরও
.