রিয়াদ, সঊদী আরব, ২৭শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রিয়াদের ‘শিফা’ এলাকায় অবস্থিত আল-নাজদ কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখা ও বাদীয়া ইসলামিক সেন্টারের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ‘সমাজ সংস্কারে আহলেহাদীছ আন্দোলন’-এর ভূমিকা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আখতার মাদানী। অতঃপর ২০১৭ সালে কর্মীদের জন্য করণীয় সম্পর্কে নির্দেশনা ব্যাখ্যা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী। এছাড়া তিনি শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং সাংগঠনিক অগ্রগতি সম্পর্কে পরামর্শ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। সবশেষে সভাপতির ভাষণে জনাব মুশফিকুর রহমান  ‘সাংগঠনিক জীবনে আনুগত্যের গুরুত্ব’ সম্পর্কে তথ্যবহুল আলোচনা পেশ করেন। রিয়াদ সহ সঊদী আরবের বিভিন্ন যেলা ও এলাকার দায়িত্বশীলগণ, কর্মী ও বিশিষ্ট সুধী মন্ডলীসহ প্রায় ২৭৫ জন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত কর্মীদেরকে চারটি গ্রুপে ভাগ করে ‘আন্দোলনে’র কর্মী সিলেবাসের সূরা ছফ, পাঁচটি হাদীছ, পরিচিতি, সমাজ বিপ্লবের ধারা ও গঠনতন্ত্রের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই। এছাড়া পৃথিবীর প্রসিদ্ধ ক্বারীগণের তেলাওয়াত ও বক্তাগণের আলোচনা স্পীকারে শুনিয়ে তাদের নাম জানতে চাওয়া হয়। এ প্রতিযোগিতাটি ছিল বেশ আকর্ষণীয় ও শিক্ষণীয়।






যেলা সম্মেলন : সাতক্ষীরা (অহি-র বিধানই চূড়ান্ত) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
মৃত্যু সংবাদ
আঞ্চলিক প্রশিক্ষণ
বন্যাত্রাণ বিতরণ
আল-হেরা প্রধান শফীকুল ইসলামের চির বিদায়
ইসলামী সম্মেলন
মুনাযারা প্রশিক্ষণ কর্মশালা ২০২১ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (৮ মাসে হিফয সম্পন্ন করল মারকাযের ছাত্র, মুহাম্মাদ মীযানুর রহমান)
২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.