রিয়াদ, সঊদী আরব, ২৭শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রিয়াদের ‘শিফা’ এলাকায় অবস্থিত আল-নাজদ কমিউনিটি সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখা ও বাদীয়া ইসলামিক সেন্টারের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ‘সমাজ সংস্কারে আহলেহাদীছ আন্দোলন’-এর ভূমিকা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আখতার মাদানী। অতঃপর ২০১৭ সালে কর্মীদের জন্য করণীয় সম্পর্কে নির্দেশনা ব্যাখ্যা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী। এছাড়া তিনি শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং সাংগঠনিক অগ্রগতি সম্পর্কে পরামর্শ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। সবশেষে সভাপতির ভাষণে জনাব মুশফিকুর রহমান  ‘সাংগঠনিক জীবনে আনুগত্যের গুরুত্ব’ সম্পর্কে তথ্যবহুল আলোচনা পেশ করেন। রিয়াদ সহ সঊদী আরবের বিভিন্ন যেলা ও এলাকার দায়িত্বশীলগণ, কর্মী ও বিশিষ্ট সুধী মন্ডলীসহ প্রায় ২৭৫ জন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত কর্মীদেরকে চারটি গ্রুপে ভাগ করে ‘আন্দোলনে’র কর্মী সিলেবাসের সূরা ছফ, পাঁচটি হাদীছ, পরিচিতি, সমাজ বিপ্লবের ধারা ও গঠনতন্ত্রের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই। এছাড়া পৃথিবীর প্রসিদ্ধ ক্বারীগণের তেলাওয়াত ও বক্তাগণের আলোচনা স্পীকারে শুনিয়ে তাদের নাম জানতে চাওয়া হয়। এ প্রতিযোগিতাটি ছিল বেশ আকর্ষণীয় ও শিক্ষণীয়।






যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সভাপতি/প্রতিনিধির সমন্বয়ে ভার্চুয়াল বৈঠক - .
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
এলাকা সম্মেলন
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ (মাসিক ইজতেমা)
আহলেহাদীছ মহিলা সংস্থা
সংগঠন সংবাদ
সেশন কর্মী সম্মেলন ২০১৯-২১ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.