চীনের
একটি প্রতিষ্ঠানে মশা উৎপাদন করা হচ্ছে। বিরক্তিকর আর বিপদজনক হওয়া
সত্তেবও দেশটির গোয়ানডং রাজ্যের এক কারখানার আধুনিক প্রযুক্তি সুবিধার
পরীক্ষাগারে প্রতি সপ্তাহে লাখো মশা উৎপাদন করা হচ্ছে আবার পরে তা ছেড়ে
দেওয়া হচ্ছে বাইরের পরিবেশে। বিস্ময়ের ব্যাপার হ’ল এ কারখানায় উৎপন্ন
পুরুষজাতীয় মশারা কাউকে কামড়ায় না, শুধু ফল-ফুল থেকে মধু খায় আর ডেঙ্গু মশা
নির্বংশের কাজ করে। গত বছরে চীনে ডেঙ্গুর ব্যাপক প্রকোপে অনেক লোক মারা
গিয়েছিল। তাই এই আক্রমণ ঠেকাতে জীবাণুমুক্ত ও অনুৎপাদনশীল এই মশা উৎপাদনের
সিদ্ধান্ত নেয় দেশটি। গুয়াংজু সায়েন্স সিটিতে তৈরী করা হয় মশা উৎপাদনের
জন্য বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষাগারটি। বিশেষভাবে জন্মানো এই মশা দিয়ে
ডেঙ্গু মশাকে নির্বংশ করা সম্ভব। এদের কারণে ডেঙ্গুর ডিম আর ফুটবে না।
এগুলো কাউকে কামড়ায়ও না। এর ফলে ৯০ শতাংশ পর্যন্ত মশার জন্মনিয়ন্ত্রণ করা
সম্ভব হবে। গবেষকেরা আশা করছেন, মশা দিয়ে মশা মারার এই উদ্যোগ যদি আরও সফল
হয়, তবে বিশ্বের অন্য জায়গায় এটি ব্যবহার হ’তে পারে।