চীনের একজন রসুন চাষীর স্বপ্ন ছিল তিনি কোন একটি বিমান ওড়াবেন। কিন্তু যখন বুঝতে পারলেন যে, তার সেই স্বপ্ন পূরণ হবার নয়, তখন নিজেই একটি বিমান বানানোর সিদ্ধান্ত নেন। ঝু উয়ে নামের ঐ চাষীর বিমান নির্মাণকাজ প্রায় শেষের পথে। এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানের পুরো রেপ্লিকা নির্মাণের কাজ অল্প বাকী আছে। মাধ্যমিক গন্ডিও পার হ’তে পারেননি ঝু। এর আগেই পেঁয়াজ ও রসুনের চাষাবাদ শুরু করেন। পরে ওয়েল্ডিংয়ের কাজ করেন। তিনি উপলব্ধি করেন, বিমান ওড়ানো তার স্বপ্ন হয়তো কখনই পূরণ হবে না। আমি এখন মাঝবয়সী এবং বুঝতে পারি আমি একটি বিমান কিনতেও পারবো না। কিন্তু আমি বিমান বানাতে পারবো। তার সঞ্চয়ের ২৬ লাখ ইউয়ানের বেশী অর্থ (৩১ কোটি তিন লাখ ৮৬ হাযার ৪৮০ টাকা) বিমান নির্মাণে বিনিয়োগ করেন।

[বড় স্বপ্ন মানুষকে বড় কাজে সাফল্য এনে দেয়। সংকল্প দৃঢ় থাকলে আল্লাহ তাতে বরকত দেন। আমরা মানুষকে সৎকর্মে দৃঢ় সংকল্প করার আহবান জানাই (স.স.)]






আরও
আরও
.