দীর্ঘ ছিয়াম সাধনার পরে এলো ঈদুল ফিতর,

অনাবিল আনন্দ বিরাজ করছে মুমিনের মনের ভিতর।

ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আনন্দে উদ্বেলিত মুসলিম জাহান,

হিংসা-বিদ্বেষ, বিভক্তি-বিভেদ ভুলে ইদগাহে আগুয়ান।

ঈদুল ফিতর হ’ল ছিয়াম সাধকদের জন্য পুরস্কার,

আরেক পুরস্কার নিবে ছায়েম লাভ করে রবের দীদার।

ছিয়াম সাধনা মানুষকে ত্যাগের শিক্ষা দেয়,

ধনী-গরীব নির্বিশেষে আনন্দ ভাগাভাগি করে নেয়।

ছিয়াম পালনে অর্জন করা যায় সন্তুষ্টি আল্লাহর,

মুসলিম উম্মাহ বর্জন করবে জাহেলী কৃষ্টি-কালচার।






আরও
আরও
.