পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের উন্নয়নের জন্য তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। বিমান নির্মাণে দু’দেশের এ যৌথ কার্যক্রমকে মুসলিম বিশ্বের প্রথম যুদ্ধবিমান প্রকল্প বলে অভিহিত করা হচ্ছে। বর্তমানের যুদ্ধবিমানগুলোকে পরিবর্তন করে নিজেদের বিমানবহরে আরো শক্তিশালী ও আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে নিয়ে আসতে কাজ করছে তারা।

টিএফ-এক্স (তুর্কি ফাইটার এক্সপেরিমেন্টাল) নামের এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর নির্মাণের বিষয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করতে থাকে তুরস্ক ও পাকিস্তান। এ ব্যাপারে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল রিযওয়ান রিয়ায বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে অসংখ্য পাকিস্তানী গবেষক ও ছাত্র কাজ করছে।






আরও
আরও
.