স্বদেশ

ভালোবাসায় জীবন লাভ

ক্র্যাচে ভর দিয়ে বোবা মেয়ে হাসীনা এসেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি গণভোজ সভায়। রিকশাচালক আফসারও এসেছে। তার নজর পড়ে নির্বাক অসহায় হাসীনার দিকে। তার ভিতরে মমত্ববোধ জেগে ওঠে মেয়েটির প্রতি। পরে তাদের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীর কাপড়-চোপড় পরিষ্কার করা থেকে শুরু করে তার খাওয়া-দাওয়া সবই করাচ্ছে প্রেমময় স্বামী। তার গভীর ভালোবাসার ছোঁয়ায় বোবা হাসীনার ভিতরটা জেগে ওঠে। এক সময় সে কথা বলতে শেখে। এমনকি ক্র্যাচ ছাড়াই সাবলীলভাবে হাঁটতেও শেখে। এখন রিকশা চালিয়ে সন্ধ্যাবেলায় ফিরে অষ্টম শ্রেণী পাস আফসার তার নিরক্ষর স্ত্রীকে অ, আ, ক, খ, শেখায়। ইতিমধ্যে তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে সন্তান।

[প্রকৃত ভালোবাসা মানুষের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলে। মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ চান মানুষে মানুষে প্রকৃত ভালোবাসা। তাই বছরের একদিন ভালোবাসা দিবস পালন করে মেকি ভালোবাসার প্রদর্শনী থেকে বিরত থাকা কর্তব্য (স.স.)]

দেশে প্রতি ২৫ লাখ লোকের জন্য একজন কিডনি রোগ বিশেষজ্ঞ

দেশে প্রায় ২ কোটি লোক কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে সম্পূর্ণ কিডনি বিকলতায় প্রতি বছর প্রায় ৪০ হাযার রোগী মারা যায়। যখন একজন রোগী কিডনি রোগে আক্রান্ত হয় তখন প্রায় ২শ’ রোগী কিডনি অকেজো হওয়ার পথে যায়। দেশে প্রতি ২৫ লাখ লোকের জন্য একজন নেফ্রোলজিষ্ট রয়েছে, অথচ থাকা উচিত প্রতি ৫০ হাযারে একজন।

কীটনাশকের বিষক্রিয়ায় বছরে দশ হাযার লোকের মৃত্যু

কীটনাশকের বিষক্রিয়ায় দেশে প্রতিবছর দশ হাযার লোক মৃত্যুর শিকার হচ্ছে। অসাবধানী ব্যবহার এবং সহজ প্রাপ্তির কারণে কীটনাশক মৃত্যুর হারও প্রতি বছর বাড়ছে। আর কীটনাশক বিষক্রিয়ায় মৃত্যুর ঝুঁকিতে বেশী রয়েছে দেশের কৃষক পরিবারগুলো। ন্যাশনাল ইনষ্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) ও সরকারের বার্ষিক স্বাস্থ্য সম্পর্কিত এক সার্ভে রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। ২০০৯ সালের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গত ডিসেম্বরে বাংলাদেশ সরকার প্রকাশিত সার্ভে রিপোর্টে উল্লেখ করা হয়, ২০০৮ সালে দেশের ৪০০ হাসপাতালে কীটনাশকের বিষক্রিয়ায় ৭ হাযার ৪৩৮ ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের বয়স ১৫ থেকে ৪৯ বছর।

সড়ক দুর্ঘটনায় ১১ বছরে নিহত ২৮ হাযার

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত বছর রাজধানীতে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২৭৩ জন। গত ১১ বছরে সারা দেশে ৩ লাখ ১৮ হাযার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ২৮ হাযার মানুষ। পঙ্গু হয়েছে ৮ হাযারেরও বেশী। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে চালকদের অদক্ষতার কারণে। ঢাকা মহানগরীর বিভিন্ন রুটের ৬ হাযার বাস-মিনিবাসের মধ্যে অর্ধেকেরও আসল ফিটনেস সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। ট্রাফিক পুলিশকে সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ঘুষ দিয়ে চলছে এসব বাস-মিনিবাস।

এক বছরে পুলিশ হেফাযতে ৩৫ জনের মৃত্যু

গত এক বছরে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাযতে নানা নির্যাতনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, যত মানুষ মারা যায় সবারই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত কেউ মারা গেছে, এটা ডাক্তারও বলতে পারেন না। কিন্তু পুলিশি নির্যাতনে মারা যাওয়ার পর প্রচার চালানো হয় ‘হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে’।

দেশে বছরে গড়ে দেড় লাখ মানুষ ক্যান্সারে মারা যায়

বাংলাদেশে বছরে গড়ে দেড় লাখ মানুষ ক্যান্সারে মারা যায়। বর্তমানে দেশে দশ লাখ লোক ক্যান্সার রোগে ভুগছে। এর মধ্যে নতুন করে দুই লাখ ক্যান্সারে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারের ওপর তিন দিনের এক আন্তর্জাতিক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা  বলেন। বক্তারা বলেন, বাংলাদেশে মহিলাদের জরায়ু ক্যান্সার একটি সাধারণ ব্যাপার। এক হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ২৬ ভাগ মহিলা জরায়ু ক্যান্সারে ভুগছে। বক্তারা আরও বলেন, সচেতনতার অভাবে এবং সঠিক সময়ে চিকিৎসার অভাবে বাংলাদেশে প্রতিবছর ৯০ হাযার মহিলা স্তন ক্যান্সারে  আক্রান্ত হয়, যাতে প্রায় ৯০ ভাগ মারা যায়।

বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কার

তেল কিংবা পেট্রোল ছাড়া বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছে হবিগঞ্জের ক্ষুদে বিজ্ঞানীরা। বাতাসে পাখা ঘুরলে তা থেকে অন্য একটি জেনারেটরের সাহায্যে তৈরী হবে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়ে ফ্যান ও বাতি জ্বালানো যাবে। ছোট আকারের একটি জেনারেটরের সাহায্যে নির্দ্বিধায় তৈরী করা যাবে ২০০ থেকে ২৫০ ওয়াট বিদ্যুৎ।

মহাস্থানগড়ে দেড় হাযার বছরের প্রবেশদ্বার আবিষ্কার

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে এবার খননকালে মিলেছে দেড় হাযার বছর আগের একটি প্রবেশদ্বার। সেই সঙ্গে মিলেছে ধ্বংস হয়ে যাওয়া রাজবাড়ির একটি ভবন। প্রাচীন রাজধানী পুন্ড্রনগরের নিদর্শনের সন্ধানে এর আগে খননকালে মহাস্থানগড় মাযারের দক্ষিণ ধারে একটি মন্দিরের স্ট্রাকচার ও রাস্তা পাওয়া গিয়েছিল। এবার পাওয়া গেছে প্রায় ৩ মিটার দীর্ঘ একটি প্রবেশদ্বার ও রাজবাড়ির ভবনের ধ্বংসাবশেষ। প্রত্নতত্ত্ববিদ প্রোগ্রাম ডাইরেক্টর ও টিম লিডার ফ্রান্সের ড. জিন ফ্রাস্ক কইজ ধারণা করছেন, এই গেটটি দিয়ে রাজা প্রবেশ করেননি। মূলতঃ সাধারণ মানুষ অথবা শ্রমিকদের জন্য এটি ব্যবহৃত হ’ত। গেটটি ২ দশমিক ৯৫ মিটার। গেটের মেঝে ইট ও খনিজ বালি দিয়ে তৈরী। গেট আটকানো পুরাতন লোহা ও ব্রোঞ্জ পাওয়া গেছে। গেটটি আবিষ্কারের পর থেকে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন এখানে একটি নদীবন্দর ছিল। এখানে বড় বড় নৌকা ভিড়ত। মাল খালাসের জন্য ছিল শত শত শ্রমিক। এই বন্দরকে ঘিরে গড়ে উঠেছিল হাযার হাযার বছর পুরনো পুন্ড্রবর্ধন নগর সভ্যতা।

বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক দল যৌথভাবে মহাস্থানগড়ের খনন কাজ চালাচ্ছে কয়েক বছর ধরে। সর্বশেষ ১৮তম খনন কাজ শুরু করে গত ২৪ জানুয়ারী।

বিদেশ

ভারতে প্রতি তিনজনের একজন দারিদ্র্যসীমার নীচে বসবাস করে

ভারতে প্রতি তিনজনের একজন দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। একটি বিশেষজ্ঞ গ্রুপ বলছে, ভারতে অন্তত ৩৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে রয়েছে। আগের হিসাবের চেয়ে এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশী। বিশেষজ্ঞ গ্রুপ জানায়, গ্রামীণ জনসংখ্যার ৪১ দশমিক চার শতাংশের মাথাপিছু মাসিক ব্যয় ৪৪৭ রূপী। কেবল খাদ্য, জ্বালানী, কাপড় ও জুতা ক্রয় এবং ঘরে আলো জ্বালাতেই তাদের ঐ রূপী খরচ হয়। এছাড়া ২৫ দশমিক সাত শতাংশ গ্রামীণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য মাসে ৫৭৮ দশমিক আট রূপী ব্যয় করে।

অনলাইন পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন

চীনের ইন্টারনেট কর্তৃপক্ষ অনলাইন পর্ণোগ্রাফি বন্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে। ২০০৯ সালে অনলাইন অশ্লীলতা ছড়ানোর দায়ে সে দেশের সরকার ৫ হাযার ৪শ’ ব্যক্তিকে আটক ও ৯ হাযার সাইট বন্ধ করে দিয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, অনলাইন অপরাধ কমাতে, সহিংসতা ও অশ্লীলতা বন্ধে চলমান শুদ্ধি অভিযান চালিয়ে যাওয়া হবে। অশ্লীল সাইটগুলো ইন্টারনেট পরিবেশকে দূষিত করে তুলছে, সামাজিক নৈতিকতা ও মূল্যবোধ নষ্ট করছে, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। তাই এসব বাজে ও উস্কানিমূলক সাইটগুলো বন্ধে চীন সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীকে পুরষ্কৃত করবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। এমনকি চীনা কর্তৃপক্ষ ইন্টারনেটে অশ্লীলতা বন্ধে এক ধরনের ফিল্টার ব্যবস্থাও প্রচলন করতে চায়।

দুর্নীতির দায়ে আরও চার ব্রিটিশ এমপি ফেঁসে গেছেন

সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে আরও চার ব্রিটিশ এমপিকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হ’লে সাত বছরের জেল হ’তে পারে। অভিযুক্ত সরকারী তিন এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা হ’লেন- ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এলিয়ট মোর্লে, ডেভিড চেটর ও জিম ডেভাইন এবং লর্ড সভার কনজারভেটিভ দলীয় সদস্য লর্ড হ্যালিংফিল্ড ওরফে পল হোয়াইট। ব্রিটিশ থেফট অ্যাক্ট ১৯৬৮-এর অধীনে ১৭ ধারায় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হবে। তারা মিথ্যা হিসাব দেখিয়ে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন।

২০০৯ সালে বিশ্বে জলদস্যুর হামলা বেড়েছে

২০০৯ সালে বিশ্বজুড়ে জলদস্যু আক্রমণের হার ৩৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। সমুদ্র পথে বিশ্বব্যাপী ২০০৯ সালে সংঘটিত মোট ৪০৬টি হামলার মধ্যে অর্ধেকের বেশী করেছে সোমালি জলদস্যুরা।

গত বছর বিশ্বে প্রাণ হারিয়েছেন ১১০ জন সাংবাদিক

পেশাগত দায়িত্ব পালনসহ নানা কারণে গত বছর বিশ্বে ১১০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত এক দশকে এই সংখ্যা সবচেয়ে বেশী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ফিলিপাইনে। গত নভেম্বরে সন্ত্রাসীদের হামলায় সেখানে একসঙ্গে ৩২ জন সাংবাদিক নিহত হন।

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা সাময়িক স্থগিত

যুক্তরাজ্য ১ ফেব্রুয়ারী থেকে স্টুডেন্ট ভিসা সাময়িক স্থগিত করেছে। স্থানীয় যুক্তরাজ্য হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ইউকে বর্ডার এজেন্সির (ইউকেবিএ) ঘোষণা সাপেক্ষে ১ ফেব্রুয়ারী ২০১০ থেকে সাময়িকভাবে পয়েন্ট ভিত্তিক টিয়ার-৪ প্রক্রিয়ার আওতায় স্টুডেন্ট ভিসার আবেদন বন্ধ থাকবে। এই স্থগিতাদেশ ঢাকাসহ চট্টগ্রাম এবং সিলেট ভিসা আবেদন কেন্দ্রসমূহে বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি সাময়িক এবং ইউকেবিএ শীঘ্রই আবার টিয়ার-৪ এর আওতায় ভিসা আবেদন গ্রহণ করা শুরু করবে। আশাতিরিক্ত স্টুডেন্ট ভিসা আবেদনের প্রেক্ষিতে ইউকেবিএ এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ, নেপাল এবং উত্তর ভারত থেকে আপাতত টিয়ার-৪ এর আওতায় নতুন ভিসা আবেদন নেয়া হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘোষণা অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তরবারী গিলে বিশ্ব রেকর্ড

একসঙ্গে ১৮টি তরবারী গলধঃকরণের মাধ্যমে চাইলে হাল্টগরেল নামের অষ্ট্রেলীয় এক শিল্পী নতুন করে বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। গত ৭ ফেব্রুয়ারী অষ্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে তিনি একসঙ্গে ঐ তরবারীগুলো মুখ দিয়ে গলায় প্রবেশ করান। তরবারীগুলোর প্রতিটি ছিল ৭২ সেন্টিমিটার দীর্ঘ।

বিএসএফ এক বছরে ৯৩ ও দশ বছরে ৮১৮ জন বাংলাদেশীকে হত্যা করেছে

ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) গত এক বছরে ৯৩ জন নিরীহ বাংলাদেশীকে হত্যা করেছে। গত ১০ বছরে তারা হত্যা করেছে মোট ৮১৮ জনকে। আহত করেছে ৮৫৭ জনকে এবং অপহরণ করেছে ৮৯৭ জনকে।

পশ্চিমবঙ্গে মুসলমানদের শিক্ষা ও চাকরী ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণের ঘোষণা

ভারতে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মুসলমান জনগোষ্ঠী এবং অন্য সংখ্যালঘুদের সংরক্ষণের জন্য সুপারিশ জমা পড়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দফতরে। তিন বছর আগে এই সুপারিশ জমা পড়লেও এ ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার নিজেই কার্যকর করেছে রঙ্গনাথ মিত্র কমিটির সুপারিশ। রাজ্য সরকার ঘোষণা করেছে যে, রাজ্যে সরকারী চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে মুসলমানদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

হাইতিকে ৫ কোটি ডলার সাহায্য দিচ্ছে সঊদী আরব

সঊদী আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযীয সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জাতিসংঘ মহাসচিবের আবেদনে সাড়া দিয়ে ৫ কোটি ডলার মানবিক সাহায্য জাতিসংঘ তহবিলে দেওয়ার কথা ঘোষণা করেছেন।






ভারতীয় মন্ত্রীর দাবী : বন্যার জন্য দায়ী ফারাক্কা বাঁধ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্র - -পোপ ফ্রান্সিস
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
শিক্ষা ক্ষেত্রে সর্বত্র অবক্ষয় দেখা যাচ্ছে - -প্রধান বিচারপতি
জয়ললিতার মৃত্যু : অতঃপর শোকে ৪৭০ জনের মৃত্যু!
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
বাড়ছে বিবাহ বিচ্ছেদ : সংসদীয় কমিটির উদ্বেগ ও সুফারিশ
আল্লাহু আকবার তাকবীরে জবাব দিলেন ওয়াইসি
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
আরও
আরও
.