প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা। বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলছে এখানে। এই গ্যাসের ওপর নির্ভর করেই একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠার অপেক্ষায় রয়েছে যেলাটিকে। এতে এক দিকে যেমন যেলার অর্থনৈতিক উন্নয়ন হবে, অন্য দিকে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

খুব শীঘ্রই যেলায় আরো তিনটি কূপের খননকাজ শুরু হচ্ছে। এর আগে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে যেলার আলাদা তিনটি স্থানে গ্যাসের সন্ধান পায়। এ তিনটি কুপের খনন শুরু হ’লে যেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে নয়টিতে।

বাপেক্স জানিয়েছে, যেলার বোরহানুদ্দীনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কূপ ছাড়াও শাহবাজপুর ইষ্ট ও ভোলা নর্থ নামে আরো একটি গ্যাস ক্ষেত্রের দু’টি কূপে মোট গ্যাসের মওজূদের পরিমাণ প্রায় ১.৩ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট)। সূত্র জানিয়েছে, যেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মওজূদ রয়েছে তা ভবিষ্যতে মোট মওজূদের প্রায় দ্বিগুণ হ’তে পারে। এতে বলা চলে, গ্যাসে ভাসছে ভোলা।

বাপেক্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোলার গ্যাস আপাতত বাইরের যেলায় যাচ্ছে না। তবে ভোলা-বরিশাল ব্রিজ হ’লে তখন হয়তো সরবরাহ হ’তে পারে। জানা গেছে, শাহবাজপুর ইস্ট নামের একটি কূপ ও নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মওজূদ থাকলেও নতুন কোন শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র না থাকায় সেখান থেকে আপাতত কোন গ্যাস উত্তোলন হচ্ছে না। যদিও এসব কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রস্ত্ততি রয়েছে।






রোগমুক্তির জন্য চাবুকাঘাত
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
প্রভুর শোকে সড়কে কুকুরের ৮০ দিন
বিনা পারিশ্রমিকে ৩৭ হাযার শিশুর সার্জারী করেছেন যে প্লাস্টিক সার্জন
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
শ্রীনগর হাইকোর্টের ঐতিহাসিক রায় : কাশ্মীর ভারতের অংশ নয়
দাখিল পাশ মাদ্রাসা ছাত্রের কৃতিত্ব (কম্পিউটার, মিনি কপ্টার ও উড়োজাহায তৈরি)
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
স্বদেশ-বিদেশ
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
ফারাক্কা ও গজলডোবা বাঁধ দিয়ে ভারত আমাদের উপর গযব নামিয়েছে
আরও
আরও
.