প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা। বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলছে এখানে। এই গ্যাসের ওপর নির্ভর করেই একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠার অপেক্ষায় রয়েছে যেলাটিকে। এতে এক দিকে যেমন যেলার অর্থনৈতিক উন্নয়ন হবে, অন্য দিকে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

খুব শীঘ্রই যেলায় আরো তিনটি কূপের খননকাজ শুরু হচ্ছে। এর আগে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে যেলার আলাদা তিনটি স্থানে গ্যাসের সন্ধান পায়। এ তিনটি কুপের খনন শুরু হ’লে যেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে নয়টিতে।

বাপেক্স জানিয়েছে, যেলার বোরহানুদ্দীনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কূপ ছাড়াও শাহবাজপুর ইষ্ট ও ভোলা নর্থ নামে আরো একটি গ্যাস ক্ষেত্রের দু’টি কূপে মোট গ্যাসের মওজূদের পরিমাণ প্রায় ১.৩ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট)। সূত্র জানিয়েছে, যেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মওজূদ রয়েছে তা ভবিষ্যতে মোট মওজূদের প্রায় দ্বিগুণ হ’তে পারে। এতে বলা চলে, গ্যাসে ভাসছে ভোলা।

বাপেক্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোলার গ্যাস আপাতত বাইরের যেলায় যাচ্ছে না। তবে ভোলা-বরিশাল ব্রিজ হ’লে তখন হয়তো সরবরাহ হ’তে পারে। জানা গেছে, শাহবাজপুর ইস্ট নামের একটি কূপ ও নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মওজূদ থাকলেও নতুন কোন শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র না থাকায় সেখান থেকে আপাতত কোন গ্যাস উত্তোলন হচ্ছে না। যদিও এসব কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রস্ত্ততি রয়েছে।






১০৬ ভাষায় দক্ষ ৮ বছরের শিশু
সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
করোনাকালে বাড়ছে দাদন ব্যবসায়ীদের দাপট (ঋণের বেড়াজালে নিঃস্ব হচ্ছে হাযারো পরিবার)
ভূমধ্যসাগর যেন লাশের সাগর
সন্তানহারা এক মায়ের আকুতি (আজকে আমি নিঃসন্তান, শুধু জিপিএ ফাইভের জন্য)
ইতালীতে এমপি-কন্যার ইসলাম গ্রহণে তোলপাড়
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
মানুষ বাজারে গিয়ে কাঁদছে, কারণ পকেটে টাকা নেই : শিল্প প্রতিমন্ত্রী
ভারতে তিন বছরে ১৩ লাখের অধিক নারী-কিশোরী নিখোঁজ
সংসার চালাতে ধার করেছে ৪৬% ভারতীয়
আরও
আরও
.