প্রাকৃতিক গ্যাসে ভাসছে ভোলা। বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলছে এখানে। এই গ্যাসের ওপর নির্ভর করেই একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠার অপেক্ষায় রয়েছে যেলাটিকে। এতে এক দিকে যেমন যেলার অর্থনৈতিক উন্নয়ন হবে, অন্য দিকে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

খুব শীঘ্রই যেলায় আরো তিনটি কূপের খননকাজ শুরু হচ্ছে। এর আগে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে যেলার আলাদা তিনটি স্থানে গ্যাসের সন্ধান পায়। এ তিনটি কুপের খনন শুরু হ’লে যেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে নয়টিতে।

বাপেক্স জানিয়েছে, যেলার বোরহানুদ্দীনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কূপ ছাড়াও শাহবাজপুর ইষ্ট ও ভোলা নর্থ নামে আরো একটি গ্যাস ক্ষেত্রের দু’টি কূপে মোট গ্যাসের মওজূদের পরিমাণ প্রায় ১.৩ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট)। সূত্র জানিয়েছে, যেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মওজূদ রয়েছে তা ভবিষ্যতে মোট মওজূদের প্রায় দ্বিগুণ হ’তে পারে। এতে বলা চলে, গ্যাসে ভাসছে ভোলা।

বাপেক্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোলার গ্যাস আপাতত বাইরের যেলায় যাচ্ছে না। তবে ভোলা-বরিশাল ব্রিজ হ’লে তখন হয়তো সরবরাহ হ’তে পারে। জানা গেছে, শাহবাজপুর ইস্ট নামের একটি কূপ ও নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মওজূদ থাকলেও নতুন কোন শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র না থাকায় সেখান থেকে আপাতত কোন গ্যাস উত্তোলন হচ্ছে না। যদিও এসব কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রস্ত্ততি রয়েছে।






সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
বিশ্বের উদ্বাস্ত্তদের জন্য নতুন রাষ্ট্র!
তিমির পেটে ৮৮ পাউন্ড প্লাস্টিক বর্জ্য (প্লাস্টিকের পরিবর্তে কলার পাতা)
সরবরাহ করা ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু
মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
স্বদেশ-বিদেশ
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
বাসক গাছের চাষ
আরও
আরও
.