উত্তর : মসজিদের দেওয়াল ও কবরস্থানের মধ্যে আলাদা প্রাচীর থাকলে উক্ত মসজিদে ছালাত শুদ্ধ হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১২/৩১; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/২৫৪; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৫৭)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা কবরের দিকে ফিরে এবং কবরের উপরে ছালাত আদায় করো না’ (ছহীহাহ হা/১০১৬)। অতএব কোন মসজিদ ও কবরস্থানের মাঝে যদি আলাদা প্রাচীর থাকে বা রাস্তা থাকে, যা কবরকে মসজিদ থেকে আলাদা করে, তাহ’লে উক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয (ইবনু তায়মিয়াহ, আর-রাদ্দু আলাল আখনাঈ ৩১১ পৃ.)।
প্রশ্নকারী : শাহীন, ঠাকুরগাঁও।