
উত্তর : শরী‘আত বিরোধী নয় এমন নিয়ম-কানূন সাধ্যমত মেনে চলবে। যদিও এসব বিষয়ের মধ্যে গুরুত্বের তারতম্য রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুসলিমগণ পরস্পরের মধ্যে যে শর্ত করবে, তা অবশ্যই পালন করতে হবে। কিন্তু যে শর্ত ও চুক্তি হালালকে হারাম এবং হারামকে হালাল করবে তা জায়েয হবে না (আবুদাউদ হা/৩৫৯৪; মিশকাত হা/২৯২৩)।
প্রশ্নকারী : পান্না, দর্শনা, চুয়াডাঙ্গা।