উত্তর : ইবলীস আল্লাহর ইবাদত করত। তবে সে ফেরেশতাদের সর্দার ছিল না। বরং আল্লাহ বলেন, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এরপর সে তার রবের আদেশের অবাধ্যতা করল’ (কাহফ ১৮/৫০)। তবে ইবলীস তার ইবাদতে ফেরেশতাদের সদৃশ হয়েছিল। একারণে তাকে তাদের সাথে সম্বোধন করা হয়েছে (ইবনু কাছীর, তাফসীর সূরা কাহফ ৫০ আয়াত)। পরে অহংকার ও অবাধ্যতা করলে আল্লাহ তাকে বহিষ্কার করেন এবং অভিশপ্ত হিসাবে ঘোষণা করেন (আ‘রাফ ৭/১৮; হিজর ১৫/৩৪)।