উত্তর : যে মসজিদের ক্বিবলা ভুল প্রমাণিত হ’লে সেদিকে ফিরে ছালাত আদায় করা যাবেনা। এমতাবস্থায় মসজিদের মধ্যে কাতার ক্বিবলামুখী করে ঠিক করে নিতে হবে। অথবা সম্ভব হ’লে মসজিদ পুনঃসংস্কারের মাধ্যমে ক্বিবলা ঠিক করতে হবে (বাক্বারাহ ২/১৪৪; উছায়মীন, মাজমূ‘উল ফাতাওয়া ১২/৪১৫-১৭)।
প্রশ্নকারী : শরীফুদ্দীন, ফুলপুর, ময়মনসিংহ।