উত্তর : এমন ব্যক্তি যাকাতের হকদার নয়। কারণ সূরা তওবায় আল্লাহ তা‘আলা স্পষ্টভাবে যাকাতের হকদারদের বিষয়ে আলোচনা করেছেন (তওবা ৯/৬০)। যার স্থাবর বা অস্থাবর সম্পত্তি আছে সে ধনী হিসাবেই গণ্য হবে। আর ধনীর জন্য যাকাত গ্রহণ করা হারাম (আবুদাউদ হা/১৬২৬; ছহীহাহ হা/৪৯৯)।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, হাজীগঞ্জ, চাঁদপুর।